শিরোনাম
লামায় ফলদ বৃক্ষ মেলার উদ্বোধন
প্রকাশ : ০৭ আগস্ট ২০১৮, ১৬:২০
লামায় ফলদ বৃক্ষ মেলার উদ্বোধন
লামা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বান্দরবানের লামা উপজেলায় কৃষি সম্প্রসারণ অধিদফতরের উদ্যোগে তিনদিনব্যাপী ফলদ বৃক্ষ মেলা শুরু হয়েছে।


এ উপলক্ষে মঙ্গলবার সকালে ‘অপ্রতিরোধ্য দেশের অগ্রযাত্রা, ফলের পুষ্টি দেবে নতুন মাত্রা’ এ স্লোগানকে প্রতিপাদ্য করে এক র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে মেলা প্রাঙ্গনে গিয়ে শেষ হয়।


উপজেলা পরিষদ চেয়ারম্যান থোয়াইনু অং চৌধুরী আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করেন। পরে উপজেলা পরিষদ চত্বরে নির্বাহী অফিসার নূর-এ-জান্নাত রুমির সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় পৌরসভা মেয়র মো. জহিরুল ইসলাম, বান্দরবান পার্বত্য জেলা পরিষদ সদস্য ফাতেমা পারুল, কৃষি কর্মকর্তা মো. নূরে আলম প্রমুখ উপস্থিত ছিলেন।


মেলায় সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তি মালিকানাধীন ১৩টি স্টল স্থাপনের মাধ্যমে বিভিন্ন জাতের ফলদ ও বনজ গাছের চারা প্রদর্শন করা হয়। শেষে বিভিন্ন প্রতিষ্ঠানে বিনামুল্যে ফলদ ও বনজ গাছের চারা বিতরণ করেন অতিথিবৃন্দ।


বিবার্তা/আরমান/সোহান

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com