শিরোনাম
সিংড়ার সফল মৎস্য চাষি শাহাদতের জাতীয় পুরস্কার লাভ
প্রকাশ : ০৪ আগস্ট ২০১৮, ১৪:৩৮
সিংড়ার সফল মৎস্য চাষি শাহাদতের জাতীয় পুরস্কার লাভ
সিংড়া (নাটোর) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নাটোরের সিংড়া উপজেলার সফল মৎস্য চাষি শাহাদত হোসেন সাবান এবছর জাতীয় মৎস্য সপ্তাহে জাতীয়ভাবে মৎস্য চাষে অবদান স্বরূপ স্বর্ণ পদকে ভূষিত হয়েছেন। সম্প্রতি ঢাকায় জাতীয় জাদুঘর মিলনায়তনে তাকে এ সম্মাননা প্রদান করা হয়।


জানা যায়, ১৯৯৮ সাল থেকে তিনি মৎস্য চাষ শুরু করেন। প্রথমে দিকে অক্লান্ত পরিশ্রম, সততা আর মানুষের সহযোগিতায় এগিয়ে যান, আর পিছনে ফিরে তাকাতে হয়নি। ২০১৫ সালে তাকে উপজেলা পর্যায় শ্রেষ্ঠ মৎস্য চাষি হিসেবে পুরস্কৃত করে মৎস্য বিভাগ। তিনি আরো উদ্যমে মাছ চাষে ঝুঁকে পড়েন। বর্তমানে তিনি ১২টি পুকুরে মাছ চাষ করেন। বিভিন্ন সময়ে তার খামার পরিদর্শন করেন জেলা মৎস্য বিভাগসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষ।


উপজেলা সিনিয়র মৎস্য অফিসার আবুবক্কর জানান, তিনি একজন সফল মৎস্য চাষি, বছরে তিনি প্রায় ৩০০ মেট্রিক টন মাছ উৎপাদন এবং বিক্রয় করেন। দীর্ঘদিন থেকে সফলতার সাথে তিনি মাছ চাষ করে যাচ্ছেন। বিশেষ করে কার্প জাতীয়, গুলশা এবং পাবদা জাতীয় মাছ চাষে তার সাফল্য রয়েছে। এ সাফল্য অন্যদের অনুপ্রেরণা দিবে বলে তিনি মনে করেন।


বিবার্তা/রাজু/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com