
সাবেক অর্থমন্ত্রী শাহ এ এস এম কিবরিয়া হত্যার প্রায় ১৪ বছর পর মামলার চার্জশীটভূক্ত পলাতক আসামি মহিবুর রহমানকে (৪৭) পুলিশ গ্রেফতার করেছে। হবিগঞ্জ সদর থানা পুলিশ শুক্রবার ভোর রাতে তাকে গ্রেফতার করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ সদর মডেল থানার ওসি ইয়াছিনুল হক ও এএসআই বিল্লাল হোসেনের নেতৃত্বে পুলিশ হবিগঞ্জ সদর উপজেলার কাটাখালি গ্রামে অভিযান চালায়। এ সময় ওই গ্রামের রফিক মিয়ার ছেলে কিবরিয়া হত্যা মামলার পলাতক আসামি মহিবুর রহমানকে পুলিশ তার বাড়ি থেকে গ্রেফতার করে।
হবিগঞ্জ সদর থানার ওসি ইয়াছিনুল হক জানান, মহিবুর রহমান দীর্ঘদিন ধরে মালয়েশিয়া অবস্থান করছিল। এর আগে একাধিকবার তিনি গোপনে দেশে এসে পুনরায় চলে যায়। সম্প্রতি তিনি দেশে আসেন এ খবর পেলে পুলিশ তাকে গ্রেফতারে তৎপরতা শুরু করে।
তিনি জানান, শুক্রবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবারই আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃত মহিবুর রহমান কিবরিয়া হত্যা ও বিস্ফোরক আইনে দায়েরকৃত মামলার চার্জশীটভূক্ত আসামি।
প্রসঙ্গত, ২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জ সদর উপজেলার বৈদ্যের বাজারে দুর্বৃত্তদের গ্রেনেড হামলায় সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া, তার ভাতিজা শাহ মঞ্জুর হুদাসহ ৫ জন নিহত হন। এ ঘটনায় হত্যা এবং বিস্ফোরক আইনে দু’টি মামলা হয়। হত্যা মামলাটি সিলেট দ্রুত বিচার আদালতে বিচারাধীন রয়েছে।
বিবার্তা/ছনি/জহির
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
৪৬, কাজী নজরুল ইসলাম এভিনিউ
কারওয়ান বাজার (৬ষ্ঠ তলা), ঢাকা-১২১৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: bbartanational@gmail.com, info@bbarta24.net