শিরোনাম
জয়পুরহাটে চলছে শ্রমিক ধর্মঘট
প্রকাশ : ০৩ আগস্ট ২০১৮, ১০:০৪
জয়পুরহাটে চলছে শ্রমিক ধর্মঘট
জয়পুরহাট প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ঢাকায় পরিবহন ভাংচুরের প্রতিবাদে জয়পুরহাটে শুক্রবার সকাল থেকে মালিক-শ্রমিকদের ডাকে শুরু হয়েছে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট। এতে চরম দুর্ভোগে পড়েছে সাধারণ যাত্রীরা।


পরিবহন মালিক-শ্রমিকরা জানান, ঢাকায় বিভিন্ন পরিবহনে ভাংচুর করছে শিক্ষার্থীরা। এতে শ্রমিক ও মালিকদের জানমালের ব্যাপক ক্ষতি হচ্ছে। এ কারণে জয়পুরহাট থেকে দুর পাল্লা ও আঞ্চলিক বাস চলাচল বন্ধ রেখে কর্মবিরতি পালন করছে তারা।


এদিকে, কোনো পূর্ব ঘোষণা ছাড়ায় বাস চলাচল বন্ধ রাখায় দুর্ভোগে পড়েছে সাধারণ যাত্রীরা। যাত্রীরা জানান, হঠাৎ পরিবহন মালিক-শ্রমিকদের ধর্মঘটে দুর্ভোগ পোহাতে হচ্ছে তাদের।


ঢাকাগামী শ্যামলী পরিবহনের ম্যানেজার জহুরুল ইসলাম জানান, ঢাকায় বিভিন্ন পরিবহনে ভাঙচুর করা হয়েছে। আমরা নিরাপত্তার স্বার্থে ঢাকাগামী বাস চলাচল বন্ধ রেখেছি।


বিবার্তা/শামীম/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com