শিরোনাম
কুষ্টিয়ায় মাদক ব্যবসায়ীর মধ্যে গুলি বিনিময়ে আহত ১
প্রকাশ : ০২ আগস্ট ২০১৮, ১১:৩৯
কুষ্টিয়ায় মাদক ব্যবসায়ীর মধ্যে গুলি বিনিময়ে আহত ১
কুষ্টিয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে মাদক ছিনতাইকে কেন্দ্র করে দু’দল চোরাকারবারীর মধ্যে গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় রিপন (২৪) নামে এক চোরাকারবারী গুলিবিদ্ধ হয়েছে।


বুধবার রাত দেড়টার দিকে উপজেলার প্রাগপুর ইউনিয়নের জামালপুর সীমান্তে মাদক চোরাকারবারীর মধ্যে গুলি বিনিময়ের এ ঘটনা ঘটে। রিপন জামালপুর গ্রামের মুক্কার আলীর ছেলে।


স্থানীয় সূত্র জানায়, রিপনের নেতৃত্বে একদল মাদক চোরাকারবারী ভারত থেকে গাঁজা পাচার করার সময় ১৫২/১৬(এস) সীমান্ত পিলার সংলগ্ন এলাকায় পূর্ব থেকে ওৎ পেতে থাকা জামালপুর গ্রামের জৈমদ্দিনের নেতৃত্বে একদল মাদক ছিনতাইকারী মাদক পাচারকারীদের লক্ষ্য করে গুলি ছুড়ে। জবাবে মাদক পাচারকারীরাও পাল্টা গুলি ছুড়লে রিপন গুলিবিদ্ধ হয়।


এ সময় মাদক পাচারকারীরা মাদক ফেলে গুলিবিদ্ধ রিপনকে সঙ্গে নিয়ে পালিয়ে গেলে মাদক ছিনতাইকারীরা ঘটনাস্থল থেকে ১১ প্যাকেট গাঁজা উদ্ধার করে ঘটনাস্থল ত্যাগ করে। উভয়ের মধ্যে প্রায় ৫-৬ রাউন্ড গুলি বিনিময় হয়েছে বলে সীমান্ত এলাকাবাসী জানিয়েছে।


চোরাকারবারীদের মধ্যে গুলি বিনিময়ের বিষয়ে ৪৭ বিজিবি ব্যাটালিয়ন অধীনস্থ প্রাগপুর বিজিবি কোম্পানি কমান্ডার সুবেদার আশরাফ জানান, ঘটনাটি ভারত সীমানায় ঘটেছে। তবে আমরা উভয়পক্ষকে আটকের জন্য অভিযান অব্যাহত রেখেছি।


বিবার্তা/শরীফুল/জাকিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com