শিরোনাম
লক্ষ্মীপুরে পর্নোগ্রাফি আইনে ২৫ ব্যবসায়ী গ্রেফতার
প্রকাশ : ২৯ জুলাই ২০১৮, ০৮:২৯
লক্ষ্মীপুরে পর্নোগ্রাফি আইনে ২৫ ব্যবসায়ী গ্রেফতার
লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

লক্ষ্মীপুরে নকল সিনেমা, অশ্লীল ভিডিও ও সংগীত কপিরাইট করে বাণিজ্য করার অপরাধে ২৫ টেলিকম ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এ সময় ১৮টি কম্পিউটার ও ৭টি ল্যাপটপ জব্দ করা হয়।


শনিবার রাত ৯টার দিকে র‌্যাব-১১ এর লক্ষ্মীপুর ক্যাম্পে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।


এর আগে দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা শহর ও মজুচৌধুরীর হাট এলাকায় র‌্যাব অভিযান চালিয়ে তাদেরকে আটক করে।


গ্রেফতারকৃতরা হলেন, জাহিদ হোসেন, ইসমাইল হোসেন সোহাগ, মো. জহির আলম ভূঁইয়া বেলাল, ইব্রাহিম মাহিম ও রথিন সুরসহ ২৫জন ব্যবসায়ী। তাদেরকে সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।


র‌্যাব-১১ লক্ষ্মীপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক নরেশ চাকমা সংবাদ সম্মেলনে বলেন, টেলিকম ও মোবাইল মেরামত ব্যবসার আড়ালে অশ্লীল ভিডিও ডাউনলোড করে পেনড্রাইভ ও কার্ডরিডারের মাধ্যমে মেমোরিতে লোড দিয়ে তারা বাণিজ্য করে আসছে।


নরেশ চাকমা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে লক্ষ্মীপুর পৌর মার্কেট, সুপার মার্কেট ও মজুচৌধুরীর হাট এলাকায় পৃথক ভাবে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ২৫জন ব্যবসায়ীকে গ্রেফতার এবং ১৮টি কম্পিউটার ও ৭টি ল্যাপটপ জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ ও কপিরাইট আইনে লক্ষ্মীপুর সদর মডেল থানায় মামলা হয়েছে।


বিবার্তা/সুমন/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com