শিরোনাম
ষড়যন্ত্রমূলক অপপ্রচারের বিরুদ্ধে শিক্ষার্থীদের বিক্ষোভ
প্রকাশ : ২৮ জুলাই ২০১৮, ১৩:৩৬
ষড়যন্ত্রমূলক অপপ্রচারের বিরুদ্ধে শিক্ষার্থীদের বিক্ষোভ
ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ভূরুঙ্গামারীতে মহিলা ডিগ্রি কলেজের বিরুদ্ধে ষড়যন্ত্র মূলক মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সমাবেশ ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।


শনিবার দুপুরে মহিলা কলেজের শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষক মণ্ডলী এ কর্মসূচি পালন করে। মহিলা কলেজ থেকে মিছিলটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ রাস্তা প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।


মহিলা কলেজের অধ্যক্ষ খালেদুজ্জামান সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপাধ্যক্ষ সাইফুল বারী খান, প্রভাষক মাসুদ আল করিম, মাসুদা ডেইজি, অভিভাবক নুর ইসলাম প্রমুখ।


সমাবেশ শেষে উপজেলা নির্বাহী অফিসারের নিকট একটি স্মারক লিপি প্রদান করা হয়।


স্মারক লিপি গ্রহণ করে উপজেলা নির্বাহী অফিসার মাগফুরুল হাসান আব্বাসী বলেন, সমস্যাটি প্রশাসনিক ভাবে দেখা হবে। তিনি শিক্ষার্থীদের লেখাপড়ায় মনোযোগী হবার আহ্বান জানান।


গত এইচএসসি পরীক্ষায় মহিলা কলেজ পরীক্ষা কেন্দ্রে শিক্ষার্থীদের বিরুদ্ধে হয়রানী, ভয়ভীতি প্রদর্শনসহ ব্যবহারিক পরীক্ষায় কম নম্বর দেবার অভিযোগ করে ভূরুঙ্গামারী ডিগ্রি কলেজের শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষক মণ্ডলী। এর প্রেক্ষিতে বৃহস্পতিবার প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়েছে। আর এ কর্মসূচিকে মিথ্যা বনোয়াট ও ভিত্তিহীন দাবি করে মহিলা কলেজ (শনিবার) পাল্টা কর্মসূচি পালন করে।


উল্লেখ্য, এবছর উপজেলায় এইচএসসি পরীক্ষার ফলাফলে দারুণ বিপর্যয় ঘটে। আর এ ঘটনায় দু’কলেজ পরস্পরকে দোষারোপ করে আসছে।


বিবার্তা/আনোয়ার/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com