শিরোনাম
চুয়াডাঙ্গায় এ্যাপোলো ডায়াগনিক সেন্টার ও দেশ ক্লিনিককে জরিমানা
প্রকাশ : ২৬ জুলাই ২০১৮, ০২:৫৯
চুয়াডাঙ্গায় এ্যাপোলো ডায়াগনিক সেন্টার ও দেশ ক্লিনিককে জরিমানা
চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

চুয়াডাঙ্গার সদর হাসাতালকে কেন্দ্র করে ব্যাঙের ছাতার মতো গড়ে উঠেছে অসংখ্য ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিক। যার বেশিরভাগই চলছে নিয়ম না মেনে। শহরের এ্যাপোলো ডায়াগনিক সেন্টার ও দেশ ক্লিনিককে সার্বক্ষনিক চিকিৎসক, নার্সসহ জরুরী চিকিৎসার প্রয়োজনীয় সরঞ্জাম না থাকায়, ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিকের অস্বাস্থ্যকর পরিবেশে, মেয়াদ উত্তীর্ণ ঔষধ রাখা, সেবার মান ভাল না হওয়া ও প্রতিষ্ঠানের বিভিন্ন সেবার তালিকা চার্ট না থাকার দায়ে ১৭ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।


গতকাল বুধবার শহরের সদর হাসপাতাল এলাকায় ভ্রাম্যমাণ আদালত বিভিন্ন ডায়াগনিক সেন্টারে ও ক্লিনিকে অভিযান চালিয়েছে। ইউএনও ওয়াশীমুল বারি ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এই জরিমানা করেন।


এ্যাপোলো ডায়াগনিক সেন্টারের পরিচালককে ২ হাজার টাকা ও দেশ ক্লিনিকের পরিচালকে ১৫ হাজার টাকা জরিমানা ও পপুলার ডায়াগনিক সেন্টারকে সতর্ক করাসহ তাদের ডায়াগনিক সেন্টার ও ক্লিনিক সমূহ সর্বক্ষণিক পরিচ্ছন্নতা রাখতে নির্দেশ প্রদান করেছেন ভ্রাম্যমান আদালত।


বিবার্তা/আজাদ/শারমিন

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com