শিরোনাম
কর্ণফুলীতে জাহাজে বিস্ফোরণ, ২ শ্রমিক নিহত
প্রকাশ : ২৪ জুলাই ২০১৮, ০১:০৫
কর্ণফুলীতে জাহাজে বিস্ফোরণ, ২ শ্রমিক নিহত
চট্টগ্রাম প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

চট্টগ্রামে কর্ণফুলী নদীতে ভাসমান একটি জাহাজে বিস্ফোরণে দুই শ্রমিক নিহত ও আহত হয়েছেন আরো তিনজন। নিহতরা হলেন, নোয়াখালীর বাসিন্দা রাশেদ (২১) এবং কুমিল্লার বাসিন্দা মাসুম (২৩)।


গতকাল সোমবার তেল পরিবহনের ওই জাহাজ শিকলবাহা ইউনিয়নের দ্বীপ কালা মোড়ল এলাকা সংলগ্ন নদীতে থাকা অবস্থায় শ্রমিকরা ঝালাইয়ের কাজ করছিলেন। এর মধ্যেই দুপুর সাড়ে ১২টার দিকে দেশ-১ নামে ওই জাহাজে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে বলে কর্ণফুলী থানা পুলিশ জানিয়েছে।


কর্ণফুলী থানার এসআই আবদুল মতিন বলেন, “শ্রমিকরা ঝালাইয়ের কাজ করছিল। এসময় হঠাৎ বিস্ফোরণ হয়। এতে এক শ্রমিক জাহাজের ওপর পড়ে মারা যায়। অন্যজন পানিতে ছিটকে পড়ে।”


বিস্ফোরণে আরো তিনজন আহত হওয়ার কথা শুনেছেন পুলিশ কর্মকর্তা মতিন, যাদের স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে পাঠায়।


আহত কামরুল (২৮) ও আমজাদ হোসেন (৩০) নামের দুই শ্রমিককে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। কামরুল নোয়াখালী জেলার ফোরকান মিয়ার ছেলে, আমজাদ চট্টগ্রামের মিরসরাইয়ের বাসিন্দা। আহত আরেকজনের বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।


এসআই মতিন বলেন, স্থানীয় হাসপাতালে অন্য একজনকে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলে পৌঁছে আমরা তিনজন আহত হওয়ার কথাই শুনেছি।


দেশ-১ নামের জাহাজটি ওশান ডক ইয়ার্ড নামের একটি বেসরকারি ডক ইয়ার্ডে ছিল বলে জানিয়েছে পুলিশ।


কর্ণফুলী থানার ওসির দায়িত্বে থাকা এসআই মোহাম্মদ হোসাইন বলেন, মোহাম্মদ আলী নামের একজনের মালিকানাধীন ওশান ডক ইয়ার্ডে দেশ-১ রাখা ছিল। সেটি মেরামতের জন্য ইয়ার্ডে তোলা হয়নি। তার আগে উপরের দিকে কাঠামোর কিছু কাজ করা হচ্ছিল। এএনজেড নামের একটি প্রতিষ্ঠানের অধীনে মেরামত কাজ চলছিল।


পুলিশ কর্মকর্তা হোসাইন বলেন, “ঝালাইয়ের কাজ করার সময় ঝালাই কাজে ব্যবহার করা গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণ ঘটে বলে প্রাথমিকভাবে তথ্য পেয়েছি।


ঝালাইয়ের জন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়নি বলে এই পুলিশ কর্মকর্তা জানান।


এসআই হোসাইন বলেন, “নিহতের পরিবারের সদস্যরা মামলা না করলে পুলিশ বাদী হয়ে মামলা করবে।”


বিবার্তা/জেহাদ/শারমিন

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com