শিরোনাম
বরিশালে পাশের হার ৭০.৫৫, জিপিএ-৫ এ এগিয়ে মেয়েরা
প্রকাশ : ১৯ জুলাই ২০১৮, ১৫:২৮
বরিশালে পাশের হার ৭০.৫৫, জিপিএ-৫ এ এগিয়ে মেয়েরা
বরিশাল ব্যুরো
প্রিন্ট অ-অ+

বরিশাল শিক্ষাবোর্ডের অধীনে এইচ এস সি পরীক্ষায় পাশের হার ৭০.৫৫। বিগত বছরের চেয়ে পাশের হার বাড়লেও জিপিএ-৫ উল্লেখযোগ্য হারে কমেছে।


মোট ৬২ হাজার ১৭৩ জনের মধ্যে পাশ করেছে করেছে ৪৩ হাজার ৮৬১ জন। এর মধ্যে ছেলে ৩১ হাজার ৮১৭ ও মেয়ে ৩০ হাজার ৩৫৬ জন। পাশকৃত পরীক্ষার্থীদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৬৭০ জন। বিগত বছরে পাশের হার ছিল ৭০.২৮, জিপিএ -৫ ছিল- ৮১৫ জন।


এদিকে বরিশাল শিক্ষাবোর্ড থেকে শতভাগ পাশ করেছে-বরিশাল ক্যাডেট কলেজ। শতভাগ ফেল করেছে বরিশাল জেলার উজিরপুর উপজেলার সাতলা আইডিয়াল কলেজ। এই কলেজে ১৭ জন পরীক্ষার্থীর সবাই ফেল করেছে।


পরীক্ষার্থীর মধ্যে মেয়েদের পাশের হার কমলেও জিপিএ-৫ প্রাপ্তদের সংখ্যায় এগিয়ে আছে। মোট ৬৭০ জনের মধ্যে মেয়েরা ৩৭০টি জিপিএ -৫ পেয়েছে।


বিবার্তা/আরিফ/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com