
হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার ছাতিয়াইন এলাকায় রেলওয়ের স্টেশন মাস্টারের পরিত্যক্ত একটি বাসভবন থেকে বুধবার দুপুরে মারুফ মিয়া (২৭) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মারুফ ছাতিয়াইন গ্রামের মানিক মিয়ার ছেলে।
মাধবপুর থানার ওসি চন্দন কুমার চক্রবর্তী বলেন, দু’দিন আগে মারুফ নিখোঁজ ছিল। বুধবার দুপুরে ওই এলাকার রেলওয়ের স্টেশন মাস্টারের পরিত্যক্ত একটি বাসভবনে তার মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি আরো বলেন, ধারণা করা হচ্ছে মরদেহটি দুইদিনের পুরোনো। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর কারণ জানা যাবে।
বিবার্তা/ছনি/সোহান
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
৪৬, কাজী নজরুল ইসলাম এভিনিউ
কারওয়ান বাজার (৬ষ্ঠ তলা), ঢাকা-১২১৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: bbartanational@gmail.com, info@bbarta24.net