
বরিশাল নগরীর চরকাউয়া খেয়াঘাট এলাকায় র্কীর্তনখোলা নদী থেকে অজ্ঞাত এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুরে মরদেহটি উদ্ধার করা হয়।
কোতয়ালী মডেল থানার ওসি (তদন্ত) মোঃ আসাদুজ্জামান জানান, দুপুর পৌনে ১টার দিকে স্থানীয়দের কাছ থেকে সংবাদ পেয়ে ঘটনাস্থলে এসে অজ্ঞাত এক যুবকের অর্ধগলিত লাশ ভাসতে দেখতে পাই। পরে নদী থেকে লাশটি তোলা হয়েছে।
তিনি বলেন, ওই যুবকের বয়স ২০ থেকে ২৫ বছরের মধ্যে এবং ধারণা করা হচ্ছে প্রায় ৬ থেকে ৭ দিন আগের। তার শরীরের চামড়া পচে উঠে গেছে। এছাড়া লাশটি পচে অতিরিক্ত ফুলে যাওয়ায় শরীরে কোনো আঘাতের চিহ্ন খুঁজে পাওয়া যায়নি। এরফলে প্রাথমিকভাবে যুবকের মৃত্যুর কারণ নিশ্চিত করা যাচ্ছে না।
ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হবে বলেও জানান ওসি।
বিবার্তা/আরিফুল/জাকিয়া
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]