শিরোনাম
সাদুল্যাপুরে তিন দিনব্যাপী বৃক্ষমেলা শুরু
প্রকাশ : ১৭ জুলাই ২০১৮, ২১:৫৮
সাদুল্যাপুরে তিন দিনব্যাপী বৃক্ষমেলা শুরু
গাইবান্ধা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলা পরিষদ চত্বরে তিন দিনব্যাপী ফলদ ও বনজ বৃক্ষমেলা শুরু হয়েছে।


মঙ্গলবার বিকেল পাঁচটায় মেলার উদ্বোধন করেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আকতার বানু লাকী। উপজেলা কৃষি সম্প্রসারণ বিভাগ এই মেলার আয়োজন করে।


উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা খাতুন। বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি খন্দকার জিল্লুর রহমান, প্রেসক্লাবের সভাপতি তাজুল ইসলাম রেজা, উপজেলা জাসদের সাধারণ সম্পাদক হাফিজার রহমান বাদল, উপজেলা ওয়ার্কাস পার্টির সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, উপজেলা কৃষি কর্মাকর্তা খাজা নুর রহমান, উপজেলা নার্সারি মালিক সমিতির সভাপতি আতিকুর রহমান, উপ-সহকারী কৃষিকর্মকর্তা আব্দুল আজিজ প্রমুখ।


শেষে এ উপলক্ষে উপজেলার বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীদের মাঝে ফলজ বৃক্ষের চারা বিতরণ করা হয়।


এবছর ফলজ ও বনজসহ বিভিন্ন প্রজাতির গাছের মেলায় ১৬টি স্টল দেয়া হয়েছে। প্রতিদিন সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত মেলা চলবে। প্রতিদিন সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।


বিবার্তা/জাকির/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com