শিরোনাম
টাঙ্গাইলে ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার
প্রকাশ : ১৬ জুলাই ২০১৮, ১৬:০৩
টাঙ্গাইলে ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার
টাঙ্গাইল প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

টাঙ্গাইলে পৃথক অভিযানে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১২’র সদস্যরা। রবিবার রাতে সদর উপজেলায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।


এ সময় তাদের কাছ থেকে ১৪৫ পিস ইয়াবা, ২ গ্রাম হেরোইন ও মাদকদ্রব্য বিক্রির কাজে ব্যবহৃত মোবাইল ফোন উদ্ধার করা হয়।


গ্রেফতারকৃতরা হলো- টাঙ্গাইল শহরের সাবালিয়া এলাকার আরজু মিয়ার ছেলে ওয়াজেদ আলী এবং টাঙ্গাইল সদর উপজেলার গালা গ্রামের সিরাজুল ইসলামের ছেলে মোসলেম উদ্দিন (৩২)।


এ ব্যাপারে র‌্যাব-১২ সিপিসি ৩’র কোম্পানি কমান্ডার রবিউল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব সদর উপজেলার গালা ও শহরের সাবালিয়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় দুইজনকে গ্রেফতার করা হয়।


গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে ইয়াবা ও হিরোইন অবৈধভাবে সংগ্রহ করে জেলার শহর এলাকাসহ অন্যান্য এলাকায় মাদকের খুচরা বিক্রেতাদের কাছে সরবরাহ করে আসছিল।


বিবার্তা/তোফাজ্জল/জাকিয়া


সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com