শিরোনাম
তিনদিন ধরে পানিশূন্য বরিশাল জেনারেল হাসপাতাল
প্রকাশ : ১৪ জুলাই ২০১৮, ২১:৪৫
তিনদিন ধরে পানিশূন্য বরিশাল জেনারেল হাসপাতাল
বরিশাল ব্যুরো
প্রিন্ট অ-অ+

টানা তিনদিন ধরে বরিশাল জেনারেল (সদর) হাসপাতালে পানি নেই। এর ফলে হাসপাতালে থাকা রোগী, চিকিৎসকসহ কর্মকর্তা-কর্মচারীরা রয়েছেন চরম ভোগান্তিতে। ব্যহত হচ্ছে রোগীদের স্বাভাবিক চিকিৎসাসেবা কার্যক্রমও।


রোগীর স্বজনরা জানান, গত বৃহস্পতিবার থেকে পানির অভাবে রোগী নিয়ে হাসপাতালে থাকাটাই দায় হয়ে দাড়িয়েছে। সামগ্রিক ব্যবহারের জন্য পানি বাহির থেকে আনতে হচ্ছে। আর খাবার পানি পুরোটাই কিনে খেতে হচ্ছে। পানির অভাবে হাসপাতালের শৌচাগারও ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে।


হাসপাতালের আরএমও ডা. মো. দেলোয়ার হোসেন জানান, হাসপাতালে কেন্দ্রীয় পানি সরবরাহের গভীর নলকূপ থেকে পানির সাথে হঠাৎ করে বালু ও ময়লা উঠে আসতে শুরু করে। বিষয়টি সিভিল সার্জন ও প্রকৌশল বিভাগকে জানালে তার শনিবার থেকে কাজ শুরু করেছেন।


এ সমস্যার দ্রুত সমাধান হবে বলে আশা প্রকাশ করে তিনি বলেন, বর্তমানে হাসপাতালের দুটি চাপকল থেকে ম্যানুয়ালি পানি সরবরাহ করা হচ্ছে। রোগীদের কিছুটা কষ্ট হলেও চিকিৎসাসেবা ব্যহত হচ্ছে না বলেও দাবি করেন তিনি।


তবে ওয়ার্ডে দায়িত্বরতরা জানান, পানির অভাবে হাসপাতালের মূল ভবনের কক্ষ ও টয়লেট পরিষ্কার রাখাটা কষ্টকর হয়ে দাড়িয়েছে।


বিবার্তা/আরিফুল/সোহান

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com