শিরোনাম
টাঙ্গাইলে নয় দিনব্যাপী রথযাত্রা উৎসব শুরু
প্রকাশ : ১৪ জুলাই ২০১৮, ১৬:৪০
টাঙ্গাইলে নয় দিনব্যাপী রথযাত্রা উৎসব শুরু
টাঙ্গাইল প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে টাঙ্গাইলে শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা উৎসব। নয় দিনব্যাপী এই উৎসব উপলক্ষে শনিবার সকালে স্থানীয় শ্রীশ্রী বড় কালীবাড়ি থেকে শোভাযাত্রা বের করা হয়।


পরে শ্রীশ্রী বড় কালীবাড়ি প্রাঙ্গনে পূজার্চ্চনা, রথটান ও মেলা অনুষ্ঠিত হয়। নানা বয়সী নারী-পুরুষ এতে অংশ নেন।


এছাড়াও, আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ ইসকনসহ জেলার অন্যান্য মন্দিরেও রথযাত্রা উৎসব পালিত হয়।
আগামী ২২ জুলাই পর্যন্ত এই রথযাত্রা উৎসব চলবে। মন্দিরগুলোতে অনুষ্ঠিত হবে পূজার্চ্চনা, ধর্মীয় আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন কর্মসূচি।


শেষ দিন উল্টো রথটানের মধ্য দিয়ে উৎসবের সমাপ্তি ঘটবে।


বিবার্তা/তোফাজ্জল/কামরুল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com