শিরোনাম
লামা পৌরসভায় ১৫ কোটি টাকার বাজেট
প্রকাশ : ১২ জুলাই ২০১৮, ১৯:৩১
লামা পৌরসভায় ১৫ কোটি টাকার বাজেট
লামা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নতুন কোনো করারোপ ছাড়াই বান্দরবানের লামা পৌরসভার ২০১৭-১৮ অর্থ বছরের সংশোধিত ও ২০১৮-১৯ অর্থ বছরের ১৫ কোটি ৮৫ লাখ ৪৩ হাজার ৪৪৯ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হযেছে।


বৃহস্পতিবার দুপরে পৌরসভার মেয়র মো. জহিরুল ইসলাম এ বাজেট ঘোষণা করেন। এটি তৃতীয় পৌর পরিষদের তৃতীয় বাজেট।


ঘোষিত বাজেটে এ বছরের মোট রাজস্ব আয়ের পরিমাণ ১ কোটি ৫৫লাখ ৯৬ হাজার ১৭টাকা। মোট রাজস্ব ব্যয় ১ কোটি ৫১ লাখ ৭৩ হাজার ৮৬৮টাকা। সমাপনী স্থিতি ৪ লাখ ২২ হাজার ১৪৯ টাকা। এ খাতে উল্লেখযোগ্য ব্যয়ের মধ্যে সাধারণ সংস্থাপন শাখার জন্য ১ কোটি ১৯ লাখ ৯ হাজার ১৪৮ টাকা, স্বাস্থ্য ও পয়ঃপ্রণালী খাতে ৮ লাখ ৪৪ হাজার ৭২০ টাকা, শিক্ষা খাতে ২ লাখ ৫০ হাজার টাকা।


এ ছাড়া নতুন অর্থ বছরে বিধি মোতাবেক পুণঃ এ্যাসেসম্যান্ট খরচ হিসেবে ১ লাখ টাকা, পানি সরবরাহ ব্যয় ১১ লাখ ৬৮ হাজার টাকাসহ প্রয়োজনীয় বরাদ্দ রাখা হয়েছে। উন্নয়ন খাতে মোট আয় ও ব্যয় ধরা হয়েছে ১৪ কোটি ৪১ লাখ টাকা।


বাজেট অনুষ্ঠানে মেয়র মো. জহিরুল ইসলাম বাজেটের সফল বাস্তবায়নের জন্য সর্বস্তরের জনগণ ও সরকারের সহযোগিতা কামনা করেন তিনি।


বিবার্তা/আরমান/সোহান

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com