শিরোনাম
গ্রিন সিটির হয়রানিতে দিশেহারা তিন পরিবার
প্রকাশ : ০৭ জুলাই ২০১৮, ০৯:০৯
গ্রিন সিটির হয়রানিতে দিশেহারা তিন পরিবার
টাঙ্গাইল প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

গ্রিন সিটি নামে একটি হোল্ডিং কোম্পানির কাছে জমি বিক্রি করতে অস্বীকার করায় মির্জাপুরে তিনটি পরিবারকে সন্ত্রাসী ও থানা পুলিশ দিয়ে হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।


শুক্রবার ওই তিন পরিবারের সদস্যরা মির্জাপুর প্রেসক্লাবে এক সাংবাদ সম্মেলনে এই অভিযোগ করেছেন। তিন পরিবারের পক্ষে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলার রাজাবাড়ী গ্রামের মো. নজরুল ইসলাম।


ভুক্তভোগী অন্য দুই পরিবার হলো উপজেলার গোড়াই শিল্পাঞ্চলের রাজাবাড়ী গ্রামের আব্দুল মজিদ ও লুৎফর রহমান।


সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে নজরুল ইসলাম জানান, রাজাবাড়ী মৌজার ১৪৮৮, ১৪৮৯ ও ১৫৯৯ দাগে ৪৯ শতাংশ জমি পৈত্রিক সূত্রে মালিক হয়ে পাকা বাড়িঘর নির্মাণ করে যুগ যুগ ধরে বসবাস করে আসছেন। পার্শ্ববর্তী গ্রীন সিটি কর্তৃপক্ষের নজর পড়ে ওই বাড়ির ওপর। এজন্য তারা একাধিকবার ওই বাড়ি তিনটি কেনার জন্য দালালের মাধ্যমে প্রস্তাব পাঠান। কিন্তু এতে তারা রাজি না হওয়ায় গ্রীন সিটি কর্তৃপক্ষের পক্ষে স্থানীয় আওয়ামী লীগ নেতা আশরাফ খান সন্ত্রাসী ও পুলিশ দিয়ে ওই তিন পরিবারকে নানাভাবে হয়রানি করছে।



এছাড়া দালার চক্র ও সন্ত্রাসীরা পরিবারগুলোর পানির লাইন ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে বলেও তারা অভিযোগ করেন। সন্ত্রাসী ও পুলিশের ভয়ে এখন তারা বাড়ি ছাড়া বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।


আওয়ামী লীগ নেতা আশরাফ খানের সঙ্গে এ বিষয়ে মোবাইল ফোনে কথা হলে তিনি বলেন, অভিযোগকারীদের মধ্যে জমির ভাগ বাটোয়ারা নিয়ে শরিকদের মধ্যে ঝামেলা রয়েছে। এখানে তার কোনো সম্পৃক্ততা নেই বলে জানান।



গ্রিন সিটি হোল্ডিং কোম্পানির মালিক ফিরোজ আলম বলেন, ওই জমি আমাদের ক্রয়কৃত সম্পত্তি। আমাদের জমিতে কিছু টিনের ঘর আছে। আইনীভাবে পুলিশ তা উচ্ছেদ করবে। আমরা কাউকে উচ্ছেদ করছি না এবং কাউকে হয়রানীও করছি না।


মির্জাপুর থানার ওসি একেএম মিজানুল হক বলেন, গ্রিন সিটি কর্তৃপক্ষ এবং জমির মালিক নজরুল ইসলাম ও তাদের আত্মীয়দের মধ্যে অনেক আগেই বিরোধ ছিল। সে বিরোধ মিটে গেলেও জমিওয়ালাদের নিজের মধ্যে নতুন করে বিরোধ সৃষ্টি হয়েছে। পুলিশ এ বিষয়ে কখনোই হস্তক্ষেপ করেনি এবং কাউকে হয়রানীও করেনি বলে তিনি জানান।


বিবার্তা/তোফাজ্জল/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com