শিরোনাম
কুড়িগ্রামের সাথে ৩ উপজেলার যোগাযোগ বন্ধের মুখে
প্রকাশ : ০৬ জুলাই ২০১৮, ২০:৩৪
কুড়িগ্রামের সাথে ৩ উপজেলার যোগাযোগ বন্ধের মুখে
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কুড়িগাম-ভুরুঙ্গামারী সড়কের বেইলী ব্রিজ ঘেষে এখন বন্যার পনির তীব্র স্রোত বইছে। পানি আরেকটু বাড়লেই তলিয়ে যাবে ব্রিজটি। তাতে বন্ধ হয়ে যাবে কুড়িগ্রাম সদর উপজেলার সঙ্গে নাগেশ্বরী, ফুলবাড়ী এবং ভুরুঙ্গামারী উপজেলার যোগাযোগ বন্ধ হয়ে যাবে।


বেইলী ব্রিজটি সদর উপজেলার কুমোরপুর নামক স্থানে নির্মানাধীন ব্রিজ সংলগ্ন বিকল্প হিসাবে ব্যবহৃত হচ্ছে। তবে বন্যার কারণে মারাত্মক ঝুঁকি নিয়ে ব্রিজের ওপর দিয়ে চলাচল করতে হচ্ছে।



এ অবস্থায় অসহনীয় দুর্ভোগের মুখে পড়েছে উত্তর ধরলার তিন উপজেলার লাখ লাখ মানুষ। শুক্রবার ভোর ৬টায় ধরলা নদীর পানি সেতু পয়েন্টে ৪৬ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার ২৮ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়েছে।



কুড়িগ্রাম পানি উন্নয় বোর্ডের নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় সেতু পয়েন্টে ধরলা নদীর পানি বিপদসীমার ২৮ সেন্টিমিটার ওপর দিয়ে প্রাবাহিত হচ্ছে। তবে ব্রহ্মপুত্র, তিস্তাসহ অন্যান্য নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকলেও সেগুলো বিপদসীমার নিচে রয়েছে।


বিবার্তা/সৌরভ/কামরুল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com