শিরোনাম
আশুলিয়ায় ভুল চিকিৎসায় নারীর মৃত্যুর অভিযোগ
প্রকাশ : ০৬ জুলাই ২০১৮, ১২:০৫
আশুলিয়ায় ভুল চিকিৎসায় নারীর মৃত্যুর অভিযোগ
সাভার প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

সাভারের আশুলিয়ার পল্লী বিদ্যুৎ এলাকায় মমতাজ হাসপাতালে ভুল চিকিৎসায় এক নারীর মৃত্যুর অভিযোগ উঠেছে।


বৃহস্পতিবার রাত ১টায় আশুলিয়ার মমতাজ উদ্দিন জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে অভিযুক্ত চিকিৎসক ডা. মুদ্দাচ্ছির মাহমুদ পলাতক রয়েছেন।


নিহত নারী আশুলিয়ার ডেন্ডাবর এলাকার আবুল কাসেমের স্ত্রী লাইলি বেগম (৩২)।


নিহতের স্বজনরা জানায়, বৃহস্পতিবার বিকেলে টনসিল জনিত সমস্যা নিয়ে লাইলি বেগমকে বেসরকারি মমতাজ উদ্দিন জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। রাতে অপারেশন চলাকালে ওই রোগীর মৃত্যু হয়। ঘটনার পর ডাক্তার এবং হাসপাতাল পরিচালনা কমিটির কাউকেই পাওয়া যায়নি। এ সময় নিহতের স্বজনরা আশুলিয়া থানা পুলিশে খবর দিলে পুলিশ এসে ঘটনাস্থল পরিদর্শন করে।


পুলিশ জানায়, রাতে ভুল চিকিৎসায় রুগীর মৃত্যুর খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করি। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সহরাওয়ার্দী মেডিকেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।


এদিকে ঘটনার পর থেকে অভিযুক্ত চিকিৎসক ডা. মুদ্দাচ্ছির মাহমুদ পলাতক রয়েছেন।


বিবার্তা/শরীফুল/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com