শিরোনাম
‘শিশুদের কল্যাণে নানামুখী কাজ করছে সরকার’
প্রকাশ : ০৪ জুলাই ২০১৮, ২১:৫১
‘শিশুদের কল্যাণে নানামুখী কাজ করছে সরকার’
নওগাঁ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বস্ত্র ও পাটমন্ত্রী ইমাজ উদ্দিন প্রামানিক বলেছেন, শিশুদের কল্যাণে নানামুখী কাজ করছে সরকার। বছরের প্রথমদিনেই বিনা পয়সার বই তুলে দেয়া হচ্ছে তাদের হাতে। দেয়া হচ্ছে উপবৃত্তি। বিনোদনের জন্য আলাদাভাবে গড়ে তোলা হচ্ছে শিশু পার্ক। সরকারের বিভিন্ন বিশেষ দিবসে শিশুরা যেন সার্বিক বিনোদন পায় সে বিষয়েও কাজ করছে সরকার।


বুধবার বিকেলে মান্দা উপজেলা পরিষদ চত্বরে দু’দিনব্যাপী শিশু মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


মন্ত্রী আরো বলেন, সরকারের এসব কাজের পাশাপাশি বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানও কাজ করছে। সরকারের পক্ষ থেকে আমার প্রচেষ্টা থাকবে মান্দা উপজেলাকে শিশুবান্ধব হিসাবে গড়ে তোলা। শিশুদের লেখাপড়ার পাশাপাশি মেধা বিকাশে খেলাধূলা ও বিনোদনের সমান সুযোগ দিতে হবে। কারণ আজকের শিশুরাই আগামী দিনের উজ্জ্বল নক্ষত্র।


উপজেলা নির্বাহী অফিসার খন্দকার মুশফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান অধ্যাপক আব্দুর রশিদ, জেলা তথ্য অফিসার আতিকুর রহমান শাহ প্রমুখ।


শেষে কবিতা আবৃতি, চিত্রাঙ্কণ, রচনা ও গান প্রতিযোগিতায় অংশ নেয়া বিজয়ী শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।


বিবার্তা/বেলাল/সোহান

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com