
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার হাটখোলা সীমান্তে সহাবস্থান, সৌহার্দ্য ও সম্প্রীতির মেলবন্ধন অটুট রাখার লক্ষ্যে বিজিবি ও ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে সীমান্তের ২৮১ মেইন পিলার এলাকায় এ বৈঠকটি অনুষ্ঠিত হয়।
বৈঠকে জয়পুরহাট ২০ বিজিবি অধিনায়ক লেঃ কর্ণেল রাশেদ, আনিসুল হক, পত্নীতলা ১৪ বিজিবি অধিনায়ক লেঃ কর্ণেল খিজির খানসহ বিভিন্ন স্তরের বিজিবি সদস্যরা উপস্থিত ছিলেন।
অপর দিকে বিএসএফের ১৮৩ ব্যাটালিয়নের অধিনায়ক কমাডেন্ট মাসুদ মোহাম্মদ, অতিরিক্ত পরিচালক প্রকাশ চন্দ্র রায়, চকগোপালপুর বিএসএফ ক্যাম্প কমান্ডার জেসমির সিং, মাথুরাপুর ক্যাম্প কমান্ডার এসি কিশোর খুড়মসহ বিএসএফের বিভিন্ন স্তরের সদস্যরা উপস্থিত ছিলেন।
বিবার্তা/শামীম/জাকিয়া
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]