শিরোনাম
‘মেনিঙ্গো মাইনেসি’ রোগে আক্রান্ত জান্নাতুন আর নেই
প্রকাশ : ০৩ জুলাই ২০১৮, ১৪:৪৫
‘মেনিঙ্গো মাইনেসি’ রোগে আক্রান্ত জান্নাতুন আর নেই
জয়পুরহাট প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

মেনিঙ্গো মাইনেসি রোগে আক্রান্ত জান্নাতুন আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। জয়পুরহাট শহরের শান্তিনগর এলাকার বাসায় তার মৃত্যু হয়। তার বাবা আব্দুল আলীম এ কথা জানিয়েছেন।


গত কয়েকদিন ধরেই জ্বরে ভুগছিল জান্নাতুন, সোমবার বিকেল থেকে তার পেট ফুলতে থাকে এবং পরপর দু’বার বমি করে। আর রাতে সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে যায় শিশুটি।


প্রাণপ্রিয় মেয়ের মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছেন না তার মা-বাবা। কান্নায় ভেঙ্গে পড়েছেন আত্মীয়-স্বজনসহ প্রতিবেশীরা।


এর আগে স্থানীয় মাতৃভূমি অটিজম একাডেমির প্রতিষ্ঠাতা তিতাস মোস্তফার উদ্যোগে ‘ম্যানিঙ্গো মাইনেসি’ রোগে আক্রান্ত জান্নাতুনকে নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে সংবাদ প্রকাশ হলে অ্যাপোলো হাসপাতাল মালিক শিশুটির চিকিৎসায় এগিয়ে আসেন।


২ মার্চ ওই হাসপাতালের চিকিৎসক অমিতাভ চান্দার নেতৃত্বে ১০ সদস্যের মেডিকেল টিম অপারেশনের সিদ্ধান্ত নেয়। পরে ৪ মার্চ অ্যাপোলো হাসপাতালে জান্নাতুনের প্রথম দফার অপারেশন সফলভাবে সম্পন্ন হয়। এরপরের সপ্তাহে দ্বিতীয় দফার অপারেশনও সফলভাবে সম্পন্ন হয় ডা. অমিতাভ চান্দার নেতৃত্বে।


গত তিন মাস বেশ ভালভাবেই দিন কাটিয়েছে জান্নাতুন। হঠাৎ সোমবার রাতে সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলো জান্নতুন। মঙ্গলবার সকালে কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জানাজা শেষে সদর উপজেলার পাথরিয়া গ্রামে তাদের পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয় জান্নাতুনের।


বিবার্তা/শামীম/জাকিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com