শিরোনাম
নির্বাচন বন্ধ করার ক্ষমতা বিএনপির নেই : খাদ্যমন্ত্রী
প্রকাশ : ০২ জুলাই ২০১৮, ২০:৩১
নির্বাচন বন্ধ করার ক্ষমতা বিএনপির নেই : খাদ্যমন্ত্রী
সাভার প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

আগামী ডিসেম্বরে একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে এতে কোনো সন্দেহ নেই এবং সেই নির্বাচন বন্ধ করার ক্ষমতা বিএনপির নেই বলে জানালেন, খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম।


সোমবার সন্ধ্যায় সাভারের হেমায়েতপুরে তেঁতুলঝোড়া ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে কর্মী ও সুধী সমাবেশে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।


খাদ্যমন্ত্রী বলেন, বিএনপি নেত্রী খালেদা জিয়া এতিমদের টাকা মেরে খেয়েছে তাই আদালত তাকে জেলে দিয়েছে এতে কোনো সরকারের হাত নেই। অথচ বিএনপি নেতারা বলছে খালেদা জিয়াকে ছাড়া দেশে কোনো নির্বাচন হতে দেবে না। কিন্তু খালেদা জিয়া নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কিনা এটা আদালতের বিষয়।


আগামী জাতীয় নির্বাচন গাজীপুর সিটি করপোরেশনের মতো বিএনপির অবস্থা হবে এবং তাদের ভরাডুবি নিশ্চিত। নির্বাচন বন্ধ করার মতো কোনো সাংগঠনিক শক্তি বিএনপির নেই তাই বিএনপিকে শেখ হাসিনার অধীনেই নির্বাচনে আসতে হবে।


দেশে এখন কোনো খাদ্যের ঘাটতি নেই জানিয়ে খাদ্যমন্ত্রী আরো বলেন, দেশের মানুষ এখন খুব শান্তিতে বসবাস করছে।


এছাড়া আগামী নির্বাচন উপলক্ষে তেঁতুলঝোড়া ইউনিয়নের নয়টি ওয়ার্ডে নির্বাচন সমন্বয় কমিটি গঠন করা হয়।


কর্মী ও সুধী সমাবেশে এ সময় আরো উপস্থিত ছিলেন সাভার উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব, ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সায়েম মোল্লা, তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফখরুল আলম সমর, সাভার উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নাছির আহমেদ, ব্যবসায়ী আশরাফ উদ্দিন, সাভার থানা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক লিয়াকত হোসেন, সাংগঠনিক সম্পাদক আওলাদ খান, আওয়ামী লীগ নেতা ইয়াকুব আলী পলাশ, তেঁতুলঝোড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ আলম, ইউপি সদস্য আলমাস, ছাত্রলীগ নেতা জাহিদুলসহ আরো অনেকে।


বিবার্তা/শরীফুল/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com