শিরোনাম
কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটে ঢাকামুখী যাত্রীর প্রচণ্ড চাপ
প্রকাশ : ২২ জুন ২০১৮, ১৫:৫৪
কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটে ঢাকামুখী যাত্রীর প্রচণ্ড চাপ
মাদারীপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

মাদারীপুরের শিবচরে কাঁঠালবাড়ী ঘাটে ঢাকামুখী যাত্রীর চাপ বেড়েছে বহুগুনে। প্রশাসনের নিরাপত্তার মধ্যে শুক্রবার লঞ্চ, স্পিডবোটের পাশাপাশি যাত্রীদের ঝুঁকি নিয়ে ফেরি পারাপার হতে দেখা গেছে।


ঘাট সূত্রে জানা যায়, ঈদের ছুটি শেষে শুক্রবার ঢাকামুখী যাত্রীর প্রচুর চাপ বেড়েছে। চাপ সামালাতে শিমুলিয়া ঘাট থেকে খালি লঞ্চ এনে যাত্রী পারাপার করা হচ্ছে। একযোগে ৩ থেকে ৪টি করে লঞ্চে যাত্রী ওঠানো হচ্ছে।



বিআইডব্লিউটিসি জানিয়েছে, ঈদের ছুটি শেষ হবার পর শুক্রবারই যাত্রী চাপ সব চেয়ে বেশি। সকাল থেকে উপচে পড়া ভীড় দেখা দিয়েছে ঘাট এলাকায়। লঞ্চ, স্পিডবোট ও ফেরিতে ছিল যাত্রী ও পরিবহনের যথেষ্ট চাপ। নৌরুটে ৮৭টি লঞ্চ, দুই শতাধিক স্পিডবোট ও ১৯টি ফেরি যাত্রী পরিবহনে নিয়োজিত রয়েছে।



বিআইডব্লিউটিএ'র কাঁঠালবাড়ী লঞ্চ ঘাটের ট্রাফিক ইন্সপেক্টর আক্তার হোসেন জানান, বেশির ভাগ যাত্রীই লঞ্চে পদ্মা পাড় হচ্ছে। তারপরও লঞ্চে সতর্কতার সাথে যাত্রী পার করা হচ্ছে।


বিবার্তা/রবিউল/কামরুল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com