শিরোনাম
কুড়িগ্রামে ভাতিজা হত্যায় চাচীর যাবজ্জীবন
প্রকাশ : ২১ জুন ২০১৮, ১৫:২৯
কুড়িগ্রামে ভাতিজা হত্যায় চাচীর যাবজ্জীবন
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কুড়িগ্রামে চতুর্থ শ্রেণীর ছাত্র মহন্ত রবি দাস নামে এক শিশুকে হত্যার দায়ে তার কাকি (চাচী) বেলী রাণী দাসের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়াও তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো ছয়মাসের দণ্ড দেয়া হয়।


বৃহস্পতিবার দুপুরে কুড়িগ্রাম জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আখতার-উল-আলম এ দণ্ডাদেশ দেন।


মহন্ত রবি দাস হত্যা মামলার আসামি বেলীর বিরুদ্ধে আনিত অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামির উপস্থিতিতে দণ্ডবিধির ৩০২ ধারায় এ রায় দেন বিচারক।


আসামি পক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট মুহা. ফখরুল ইসলাম ও রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আব্রাহাম লিংকন।


মামলার বিবরণে জানা যায়, ২০১৪ সালের ২০ এপ্রিল মহন্ত রবি দাস (১২) শহরের গোরস্থানপাড়ার বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। পরে তার পরিবারের লোকজন জানতে পারে তার কাকিমা বেলী রাণী তাকে সঙ্গে করে নিয়ে গেছে। রাতে বেলী বাড়িতে ফিরে এলে তিনি রবিকে সঙ্গে নিয়ে যাওয়ার কথা অস্বীকার করেন। পরের দিন সকাল সাড়ে ৮টার দিকে কুড়িগ্রাম পৌর এলাকার হরিকেশ গ্রামের একটি ধানক্ষেত থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।


ও দিনই কুড়িগ্রাম সদর থানায় বেলীকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করে মহন্ত রবি দাসের বড় ভাই পরেশ রবি দাস।


বিবার্তা/সৌরভ/সোহান

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com