শিরোনাম
বাগাতিপাড়ায় জালিয়াতিকাণ্ডে প্রধান শিক্ষক কারাগারে
প্রকাশ : ২০ জুন ২০১৮, ১৯:৪৪
বাগাতিপাড়ায় জালিয়াতিকাণ্ডে প্রধান শিক্ষক কারাগারে
নাটোর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

সনদ জালিয়াতির মামলায় নাটোরের বাগাতিপাড়া উপজেলার বাগাতিপাড়া পাইলট স্কুলের প্রধান শিক্ষক খালিদ হাসানকে কারাগারে পাঠিয়েছেন আদালত।


বুধবার দুপুর ২টার দিকে শিক্ষক খালিদ হাসান নাটোর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সুলতান মাহমুদ জামিন আবেদন না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।


আদালত সূত্রে জানা যায়, চলতি বছরের ২২ জানুয়ারি জনৈক সেকেন্দার রহামান বাদী হয়ে বাগাতিপাড়া থানায় প্রধান শিক্ষক খালিদ হোসেনের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। ওই অভিযোগপত্র পরে এজাহার হিসেবে গণ্য করা হয়।


অভিযোগে বলা হয়, বিএসএস ও বিএড সনদের মাধ্যমে তৎকালীন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক খালিদ হোসেন ওই প্রতিষ্ঠানে প্রধান শিক্ষক হিসেবে যোগ দেন। একজন ট্রেড শাখার ইন্সট্রাক্টর হিসেবে কবে কিভাবে কখন খালিদ হোসেন নিয়োগ পান তা নিয়ে এলাকাজুড়ে তীব্র প্রতিক্রিয়া শুরু হয়। এছাড়া প্রধান শিক্ষক হওয়ার জন্য ১২ বছরের অভিজ্ঞতা তার নেই।


এ বিষয়ে তদন্ত দাবি করা হয় অভিযোগে। অভিযোগটি পরবর্তীতে মামলায় রূপান্তরিত হলে আদালত থেকে জামিন নেন খালিদ হোসেন।


নাটোর কোর্ট পুলিশের পরিদর্শক (ইন্সপেক্টর) নাসির উদ্দিন মণ্ডল জানান, অস্থায়ীভাবে জামিনে থাকা শিক্ষক খালিদ হোসেন স্থায়ী জামিনের আবেদন জানালে বিচারক তা না মঞ্জুর করে কারাগারে পাঠানোন নির্দেশ দিয়েছেন।


বিবার্তা/সাকলাইন/সোহান

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com