শিরোনাম
কাঁঠালবাড়ী ঘাটে যাত্রীর চাপ বেড়েছে দ্বিগুণ
প্রকাশ : ১৪ জুন ২০১৮, ১৩:২৪
কাঁঠালবাড়ী ঘাটে যাত্রীর চাপ বেড়েছে দ্বিগুণ
মাদারীপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ঈদ কড়া নাড়ছে দরজায়। পরিবার-পরিজনের সাথে খুশির দিনটি উপভোগ করতে ব্যস্ততার নগরী ছেড়ে ঘরে ফিরতে শুরু করেছে হাজার হাজার মানুষ।


ভোরের আলো ফুটতে না ফুটতেই বৃহস্পতিবার শিবচরের কাঁঠালবাড়ী ঘাট ব্যস্ত হয়ে উঠছে ঘরমুখো মানুষের পদচারণায়। লঞ্চ, স্পিডবোট ও ফেরিতে ঝাঁকে ঝাঁকে এসে নামছে কাঁঠালবাড়ী ঘাটে।


বিআইডব্লিউটিসির কাঁঠালবাড়ী ঘাট সূত্র জানায়, মঙ্গলবার ভোর থেকে যাত্রীদের চাপ বাড়তে থাকে কাঁঠালবাড়ী ঘাটে। বুধবার সকাল থেকেই ঘরে ফেরা মানুষের চাপ বেড়েছে ঘাট এলাকায়। আজ তা দ্বিগুনের বেশি হয়েছে। প্রতিটি লঞ্চ, স্পিডবোট, ফেরিতেই ছিল যাত্রীদের উল্লেখযোগ্য চাপ।



বর্তমানে এ নৌরুটে ৮৭টি লঞ্চ, দুই শতাধিক স্পিডবোট ও ১৯টি ফেরি যাত্রী সেবায় নিয়োজিত রয়েছে।


শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমরান আহমেদ জানান, ঘরে ফেরা মানুষের চাপ বাড়ছে ক্রমান্বয়ে। শুক্রবারও চাপ থাকবে। যাত্রীদের নিরাপত্তায় সকল ব্যবস্থা নেয়া হয়েছে। র‌্যাব, পুলিশ, আনসার, ফায়ার সার্ভিস, ভ্রাম্যমান আদালতের টিম সার্বক্ষণিক ঘাট এলাকায় রয়েছে।



তিনি আরো বলেন, তাছাড়া কোনো পরিবহন যেন বাড়তি ভাড়া আদায় করে যাত্রীদের হয়রানি না করে সেদিকেও আমাদের কঠোর দৃষ্টি রয়েছে।


বিবার্তা/রবিউল/জাকিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com