শিরোনাম
শাহরাস্তি উপজেলা পরিষদের উপ-নির্বাচন ২৫ জুলাই
প্রকাশ : ১২ জুন ২০১৮, ০১:৫৫
শাহরাস্তি উপজেলা পরিষদের উপ-নির্বাচন ২৫ জুলাই
চাঁদপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

চাঁদপুরের শাহরাস্তি উপজেলা পরিষদের উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। গত ১০ জুন এ তফসিল ঘোষণা করা হয়।এর প্রেক্ষিতে জেলা নির্বাচন অফিসার ও উপ-নির্বাচনের রিটার্নিং অফিসার মোহাম্মদ নূরুল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।


বিজ্ঞপ্তিতে বলা হয়, ঘোষিত তফসিল অনুযায়ী রিটার্নিং অফিসার/সহকারী রিটার্নিং অফিসারের নিকট অথবা অনলাইনে মনোনয়ন দাখিলের শেষ তারিখ ২৪ জুন। মনোনয়ন বাছাইয়ের তারিখ ২৬ জুন। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ৩ জুলাই। ভোট গ্রহণ ২৫ জুলাই বুধবার অনুষ্ঠিত হবে।


তফসিল ঘোষণার পর সম্ভাব্য প্রার্থিগন নির্বাচনের প্রস্তুতি নিতে শুরু করেছেন। এবারই প্রথম দলীয় প্রতিকে শাহরাস্তি উপজেলা পরিষদের উপ-নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। তাই দলীয় প্রতীকের উপর প্রার্থীদের দৃষ্টি বেশি।


উল্লেখ্য, উপ-নির্বাচনে প্রায় এক ডজন প্রার্থী মাঠে রয়েছেন শেষ পর্যন্ত কার ভাগ্যে জোটে দলীয় প্রতীক তাই এখন দেখার বিষয়। আর কারা হচ্ছেন স্বতন্ত্র প্রার্থী সে দিকেও নজর রয়েছে উপজেলাবাসীর।


বিবার্তা/ফয়েজ/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com