শিরোনাম
বকেয়া বেতনের দাবিতে বরিশাল মাতৃসদনে কর্মবিরতি
প্রকাশ : ১১ জুন ২০১৮, ২০:৫২
বকেয়া বেতনের দাবিতে বরিশাল মাতৃসদনে কর্মবিরতি
বরিশাল ব্যুরো
প্রিন্ট অ-অ+

নয় মাসের বকেয়া বেতনের দাবিতে বরিশাল নগর মাতৃসদন কেন্দ্রে কর্মবিরতী করেছেন কর্মকর্তা ও কর্মচারীরা। সোমবার সকাল ১০টা থেকে দুই ঘণ্টার কর্মবিরতী করেন তারা।


কেন্দ্রটির প্রজেক্ট অফিসার, ম্যানেজার, ক্লিনিক ম্যানেজার, মেডিকেল অফিসার এবং সেবিকাসহ ১০২ জন স্টাফ রয়েছেন। তাদের সবার বেতন ২০১৭ সালের অক্টোবর মাস থেকে বন্ধ রয়েছে।


এ বিষয় ওই কেন্দ্রের প্রজেক্ট ম্যানেজার রিয়াজ উদ্দিন আহমেদ জানান, গত ৯ মাস পর্যন্ত নগর মাতৃসদন কেন্দ্রের বেতন ভাতা বন্ধ রয়েছে। নিয়ম অনুযায়ী প্রতি ৩ মাস পর পর ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নগর মাতৃসদন প্রধান কার্যালয়ে বিল পাঠালেও তারা এখন পর্যন্ত কোনো বিল পাশ করেনি। তাই ঈদকে সামনে রেখে বকেয়া বিল চাওয়ায় কর্তৃপক্ষ তাদের সাথে যোগাযোগ বন্ধ করে দেয়। যে কারণে সকাল থেকেই ওই কেন্দ্রের সকল সেবা কার্যক্রম বন্ধ করে দেয়া হয়।



তিনি বলেন, সারা বাংলাদেশে এ রকম আরো ২৪টি কেন্দ্র রয়েছে। সকল কেন্দ্রেরই একই অবস্থা। এ ঘটনায় সরকারের দৃষ্টি আকর্ষণ করছেন ভুক্তভোগীরা।


বিবার্তা/আরিফুল/কামরুল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com