
বরিশালের গৌরনদী উপজেলার মদিনা বাসষ্ট্যান্ড সংলগ্ন ঢাকা-বরিশাল মহাসড়কে সড়ক দুর্ঘটনায় বাসুদেব বৈরাগী (২৬) নামে এক রং মিস্ত্রী নিহত হয়েছে।
রবিবারসকালে একটি ব্যাটারি চালিত অটোভ্যানকে তেলবাহী লরি ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। নিহত বাসুদেব বৈরাগী আগৈলঝাড়া উপজেলার মোল্লাপাড়া গ্রামের নিমাই বৈরাগীর পুত্র।
এ দুর্ঘটনায় ব্যাটারি চালিত ভ্যানচালক হিরো বিশ্বাসকে গুরুতর আহত অবস্থায় উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গৌরনদী হাইওয়ে থানার ওসি আতাউর রহমান জানান, সকাল ১০টার দিকে ভ্যানযোগে বাসুদেব টরকী বন্দরে রং ক্রয়ের জন্য যাচ্ছিলো। পথিমধ্যে বরিশালগামী তৈলবাহী লড়ি অটোভ্যানটিকে স্বজোরে ধাক্কা দেয়। পুলিশ ঘাতক লরিটি আটক করেছে।
বিবার্তা/আরিফুল/সোহান
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
ময়মনসিংহ রোড, শাহবাগ, ঢাকা-১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]