শিরোনাম
রাজশাহীতে আম নিয়ে ব্যস্ত কুরিয়ার সার্ভিসগুলো
প্রকাশ : ০৯ জুন ২০১৮, ১৭:২৩
রাজশাহীতে আম নিয়ে ব্যস্ত কুরিয়ার সার্ভিসগুলো
রাজশাহী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

আমের কেনা-বেচা ঘিরে রাজশাহীতে উৎসব চলছে। এর মধ্যে ঢাকাসহ বিভিন্ন জেলায় রাজশাহীর সুস্বাদু আম পাঠাতে ব্যস্ত সময় পার করছে কুরিয়ার সার্ভিসগুলো।


আমের মৌসুমে কুরিয়ার সার্ভিসগুলোর ব্যাবসা চলছে একেবারে পাল্লা দিয়ে। কুরিয়ার সার্ভিসগুলোতে গিয়ে দেখা যায়, কেউ হিসেব নিচ্ছেন, কেউবা টাকা গুনছেন, কেউ কলম দিয়ে নম্বর-ঠিকানা লিখছেন। আর শ্রমিকরা আমের ঝুড়ি বেঁধে মাথায় করে ট্রাকে সাজাচ্ছেন। যেন দম ফেলার সময় নেই কারো।


তবে কুরিয়ারের ব্যবসায়ীরা জানান, গতবারের চেয়ে এবার মানুষ একটু কম আম পাঠাচ্ছে। কারণ এবার ঈদ এসে গেছে, সবাই বাড়িতে গিয়ে ঈদ উদযাপন করবেন। ঈদের পর আম নিয়ে যাবেন তারা।


ব্যবসায়ীরা আরো জানান, সবাই এখন শুধু গোপালভোগ আম বেশি পাঠাচ্ছে। তবে এই সপ্তাহ শেষ হলেই আরো বিভিন্ন জাতের আম উঠবে তখন তাদের ব্যবসা আরো বাড়বে।


করতোয়া কুরিয়ার সার্ভিসের ম্যানেজার আলম হোসেন জানান, গতবারের চেয়ে এবার কম আম পাঠাচ্ছে মানুষ। প্রতিদিন এখন ২২০ ঝুড়ির মতো আম যাচ্ছে। এই ২২০ ঝুরিতে প্রায় ১০০ মণ আম থাকে। আমরা কেজি প্রতি ১২ টাকা করে রাখছি। আশা করি, ঈদের পরেই আমাদের ব্যবসা আরো ভালো হবে। কারণ এর মাঝে ল্যাংড়া আম আসলে মানুষ আরো বেশি আম পাঠাবে।


এসএ পরিবহনের ম্যানেজার সাফিউল ইসলাম জানান, ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় আমাদের সার্ভিস রয়েছে। প্রতিদিন প্রায় ৫০০ মণ আম আমরা দেশের বিভিন্ন স্থানে পাঠাচ্ছি। এবার গতবারের চেয়ে ব্যবসা একটু কম হচ্ছে। আমরা ১৫ টাকা কেজিতে আমরা আম পাঠাচ্ছি। আশা রাখছি, ঈদের পরেই আমাদের ব্যাবসা আরো জমজমাট হয়ে উঠবে।


বিবার্তা/তারেক/কামরুল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com