শিরোনাম
লামায় দুঃস্থদের মাঝে চাল ও সোলার প্যানেল বিতরণ
প্রকাশ : ০৮ জুন ২০১৮, ২১:০৯
লামায় দুঃস্থদের মাঝে চাল ও সোলার প্যানেল বিতরণ
লামা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষে বান্দরবানের লামা পৌরসভার ৩ হাজার ৮১ অসহায় দুঃস্থ পরিবারের মাঝে ভিজিএফের চাল ও ১৪টি বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে সোলার প্যানেল বিতরণ করা হয়েছে।


শুক্রবার দুপুরে পৌরসভা প্রাঙ্গণে বিতরণ কাজের উদ্বোধন করেন, বান্দরবান জেলা প্রশাসক মো. আসলাম হোসেন।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পৌরসভা মেয়র মো. জহিরুল ইসলামের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ ইসমাইল, নির্বাহী অফিসার নূর-এ-জান্নাত রুমি, অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য লক্ষীপদ দাশ, মো. মোস্তফা জামাল ও ফাতেমা পারুল, বান্দরবান জেলা আওয়ামী লীগের উপদেষ্টা আবু মুছা, থানা পুলিশের ওসি আপ্পেলা রাজু নাহা, প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান প্রমুখ। এছাড়া স্থানীয় সাংবাদিক, বিভিন্ন রাজনৈতিকদলের নেতৃর্বৃন্দসহ পৌর উপকারভোগী জনসাধারণ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


এরপর উপজেলায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে জেলা প্রশাসনের পক্ষে অনুদানের চেক, ঈদ উল ফিতর উপলক্ষে জেলা পরিষদের বিশেষ অনুদান ও প্রধান মন্ত্রীর পক্ষ থেকে ইমামদেরকে শুভেচ্ছা উপহার স্বরূপ চেক বিতরণ করেন জেলা প্রশাসক মো. আসলাম হোসেন। শেষে উপজেলা প্রশাসন কর্তৃক লামা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ইফতার মাহফিলে যোগদান করেন তিনি।


বিবার্তা/আরমান/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com