শিরোনাম
কুমিল্লায় প্রতিবন্ধী কিশোরীকে গণধর্ষণ
প্রকাশ : ০৩ জুন ২০১৮, ২১:০৭
কুমিল্লায় প্রতিবন্ধী কিশোরীকে গণধর্ষণ
কুমিল্লা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কুমিল্লার মুরাদনগর উপজেলার কামাল্লা গ্রামে এক প্রতিবন্ধী কিশোরীকে (১৬) গণধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় নির্যাতিতার মা থানায় মামলা করলে অভিযুক্তরা হত্যার হুমকি দিচ্ছে। ফলে পরিবারটি ভয়ে গামছাড়া।


মামলায় অভিযুক্তরা হলো, কামাল্লা গ্রামের রুক্কু মিয়ার ছেলে মাদক ব্যবসায়ী জামাল (৩৫)। ও একই গ্রামের সাবেক চেয়ারম্যান সামাদ মিয়ার ছেলে আরিফ (২৮)।


সরেজমিনে গিয়ে জানা যায়, মে মাসের ১৩ তারিখ সন্ধ্যায় মেয়েটি বাড়ির পাশের টিউবয়েলে পানি আনতে যায়। এসময় জামাল, আরিফ ও তাদের সহযোগীরা মুখ চেপে ধরে কামাল্লা ইউনিয়ন পরিষদের পাশে পরিত্যক্ত তাঁতী বাড়িতে নিয়ে তাকে গণধর্ষণ করেন।


ভোর রাতে একই গ্রামের রফিকুল ইসলামের ছেলে শরিফ মিয়া মেয়েটিকে বাড়িতে ফিরিয়ে দেয়। এ ঘটনায় মেয়েটির মা পরদিন ১৪ মে সোমবার স্থানীয় ইউপি মেম্বার জামালকে ঘটনাটি জানান। জামাল বিচারের আশ্বাস দিলেও কোনো ফল হয়নি।


ঘটনার ১৮ দিন পার হলেও বিচার না পেয়ে জামাল ও আরিফের নাম উল্লেখ করে শনিবার থানায় মামলা দায়ের করেন। এখবর এলাকায় ছড়িয়ে গেলে অভিযুক্তরা মা-মেয়েকে মুঠোফোনে হুমকি দেয়। ভয়ে শনিবার সন্ধ্যায় মা মেয়ে গ্রাম ছেড়ে পালিয়ে যান।


বাড়িতে গিয়ে মা মেয়েকে না পেয়ে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ঘটনার বিবরণ দেন। একইসাথে হুমকির মুখে পালিয়ে বেড়াচ্ছেন বলেও জানান।


তিনি বলেন, থানায় মামলা করেছি শুনে জামাল আমাকে ও আমার মেয়েকে হত্যা করবে বললে ভয়ে মেয়েকে নিয়ে গ্রাম ছেড়েছি।


মুরাদনগর থানার ওসি একে এম মনজুর আলম বলেন, প্রতিবন্ধী ধর্ষণের ঘটনায় থানায় মামলা হয়েছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে। মা মেয়েকে আমরা সব রকমের সহযোগিতা দেবো।


বিবার্তা/বারী/কাফী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com