শিরোনাম
মোরেলগঞ্জে অবৈধ কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস
প্রকাশ : ৩০ মে ২০১৮, ১৬:৫৮
মোরেলগঞ্জে অবৈধ কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস
মোরেলগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বাগেরহাটের মোরেলগঞ্জে ১০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও ৬টি বেহুন্দি জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।


বুধবার দুপুরে ছোলমবাড়িয়া বাস স্ট্যান্ডসংলগ্ন বালুর মাঠে এ অবৈধ কারেন্ট জাল ভস্মিভূত করা হয়। বর্তমান বাজারদর অনুযায়ী জালগুলোর আনুমানিক মূল্য প্রায় ৬লাখ টাকা বলে জানিয়েছেন মৎস্য ও কোষ্টগার্ডের কর্মকর্তারা।


এ সময় অন্যান্যে মধ্যে ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্পের খুলনা বিভাগের উপ-পরিচালক লুকাস সরকার, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা প্রণব কুমার বিশ্বাস, উপজেলা সহকারি মৎস্য কর্মকর্তা ইয়াকিন আলী, কোষ্ট গার্ডের সিসি মো. কামরুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।


এর আগে মঙ্গলবার দিবাগত রাতে যৌথভাবে অভিযান চালিয়ে পানগুছি নদীর খাউলিয়া নামক স্থান থেকে ১০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ৬টি বেহুন্দি জাল আটক করে উপজেলা মৎস্য দফতর ও কোষ্টগার্ডের সদস্যরা।


বিবার্তা/রাজু/সোহান

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com