শিরোনাম
বাঘায় সাবেক কাউন্সিলরের চুরি হওয়া গরু উদ্ধার
প্রকাশ : ৩০ মে ২০১৮, ০৫:৫৫
বাঘায় সাবেক কাউন্সিলরের চুরি হওয়া গরু উদ্ধার
বাঘা (রাজশাহী) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পৌরসভার ৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলরের বাড়ি থেকে চুরি যাওয়া একটি গরু উদ্ধার করা হয়েছে। গত ২৯ মে মঙ্গলবার দুপুরে আফতাব উদ্দীনের হামিদকুড়া গ্রামের বাড়ি থেকে ৪৫ হাজার টাকা মূল্যের গরুটি বাঘা থানার পুলিশ উদ্ধার করে।


পুলিশ সূত্রমতে, উদ্ধার করা গরুটি নাটোরের বাগাতিপাড়া উপজেলার গৈয়লার ঘোপ গ্রামের আকবর আলী নিজের বলে দাবি করছেন। রমজানের দ্বিতীয় দিন রাতে তার বাড়ি থেকে গরুটি চুরি হয়ে যায় বলে তিনি জানান। এক বছর আগে গ্রামের ব্যবসায়ীর কাছ থেকে গরুটি কিনেছেন।


আকবর আলী আরো বলেন, গোপনে খোঁজ নিতে নিতে তিনি জানতে পারেন তার গরুটি ওই কাউন্সিলরের বাড়িতে আছে। সনাক্ত করার পর বিষয়টি পুলিশকে তিনি জানিয়েছিলেন। পরে পুলিশ ওই বাড়ি থেকে গরুটি উদ্ধার করে।


তবে আড়ানী পৌরসভার ৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আফতার আলী প্রামাণিক জানান, তার ছেলে নান্টু রশিদের মাধ্যমে হাট থেকে ৩৭ হাজার টাকা দিয়ে গরুটি কিনেছে।


বাঘা থানার এএসআই আসাদুজ্জামান জানান, উদ্ধার করা গরুটি থানা হেফাজতে রাখা হয়েছে। ক্রয় রশিদসহ উপযুক্ত প্রমাণাদি দিয়ে যার গরু হবে সে নিয়ে যাবে।


বিবার্তা/আব্দুল্লাহ/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com