শিরোনাম
গাইবান্ধায় ১৫ মণ পঁচা আম জব্দ
প্রকাশ : ২৭ মে ২০১৮, ২২:২৪
গাইবান্ধায় ১৫ মণ পঁচা আম জব্দ
গাইবান্ধা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

গাইবান্ধা শহরে ভেজাল বিরোধী অভিযানে পুরাতন বাজারের চাচা-ভাতিজা আমের আড়ত থেকে ১৫ মণ পঁচা আম জব্দ করা হয়।


রবিবার বিকেলে পৌরসভার উদ্যোগে এ অভিযানে ওই বাজার থেকে ১৫ হাজার টাকা মূল্যের ১ ব্যারেল ভেজাল পাম ওয়েল জব্দসহ আম ব্যবসায়ীদের কাছ থেকে ২ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়।


পৌরসভা সূত্র জানায়, ভেজাল বিরোধী অভিযান শুধু রমজান মাসে নয় সারা বছর জুড়ে এই অভিযান অব্যাহত থাকবে।


এ ব্যাপারে পৌর মেয়র শাহ মাসুদ জাহাঙ্গীর কবীর মিলন বলেন, পবিত্র মাহে রমযান মাসে যাতে খাবার অনুপযোগী খাদ্য বাজারে বিক্রয় করতে না পারে সেজন্য সরকারি সিদ্ধান্ত পৌরসভা বাস্তবায়ন করে যাচ্ছে।


ভেজাল বিরোধী কমিটির আহবায়ক জিএম চৌধুরী মিঠু বলেন, খাদ্যের গুনগত মানের বিষয়ে পৌরবাসীর স্বার্থে কোনো ছাড় দেয়া হবে না। খাদ্যদ্রব্য ক্রয়ের আগে পৌরবাসীকেও সচেতন হতে হবে।


অভিযান পরিচালনা করেন পৌরসভার ভেজাল বিরোধী কমিটির আহবায়ক ও প্যানেল মেয়র জিএম চৌধুরী মিঠু। এ সময় উপস্থিত ছিলেন ৭নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মতিন সেলিম, ৯নং ওয়ার্ড কাউন্সিলর ইউনুস আলী শাহিন, স্যানেটারী ইন্সপেক্টর আব্দুর রহিম আকন্দসহ টিমের অন্য সদস্যরা। জব্দকৃত আম এবং পাম ওয়েল জনসম্মুখে নষ্ট করা হয়।


বিবার্তা/তোফায়েল/সোহান

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com