শিরোনাম
‘খুব কম জনপ্রতিনিধির স্বচ্ছতা ও জবাবদিহিতার সাহস আছে’
প্রকাশ : ২৫ মে ২০১৮, ২০:২২
‘খুব কম জনপ্রতিনিধির স্বচ্ছতা ও জবাবদিহিতার সাহস আছে’
সিংড়া (নাটোর) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, দেশের খুব কম সংখ্যক জনপ্রতিনিধি আছে, যাদের হাজার হাজার মানুষের মধ্যে স্বচ্ছতা ও জবাবদিহিতা করার সাহস আছে।


শুক্রবার নাটোরের সিংড়ায় উপজেলার ডাহিয়া ইউনিয়ন পরিষদের ২০১৮-১৯ অর্থ বছরের উন্মুক্ত বাজেট অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।


বাজেট অধিবেশনে সভাপতিত্ব করেন, ডাহিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমএম আবুল কালাম।


প্রতিমন্ত্রী বলেন, দেশের খুব কম সংখ্যক জনপ্রতিনিধি আছে, যাদের হাজার হাজার মানুষের মধ্যে স্বচ্ছতা ও জবাবদিহিতা করার সাহস আছে। জনসম্মুখে বাজেট অধিবেশন করলে উন্নয়ন পরিকল্পনার স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হয়। গোপনে বাজেট অধিবেশন করার মধ্য স্বচ্ছতা আর জবাবদিহিতা কোনটাই থাকে না।


বাজেট অধিবেশনে ইউনিয়ন পরিষদের সচিব আব্দুল লতিফ আগামী ২০১৮-১৯ অর্থ বছরের জন্য ২ কোটি ৯৭ লাখ ৫৩ হাজার টাকার বাজেট ঘোষণা করেন। এ সময় ইউনিয়ন কয়েকশত মানুষ উপস্থিত ছিলেন।


বিবার্তা/রাজু/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com