শিরোনাম
বাঁচতে চান রেজা
প্রকাশ : ২৪ মে ২০১৮, ২১:২২
বাঁচতে চান রেজা
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বাঁচতে চান রেজা (১৮)। কিন্তু তার এ চাওয়া আদৌ পূরণ হবে কি না এ নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। দরিদ্র পিতা-মাতার তিন সন্তানের মধ্যে রেজাই সবার বড়। সংসারের অর্থের জোগান দিতে ষষ্ঠ শ্রেণি থেকেই পিতার সহযোগী হিসেবে অটো চালানো শুরু করে রেজা। ভালোই যাচ্ছিল তাদের দিনকাল। কিন্তু হঠাৎ রেজার শারীরিক অবস্থার অবনতি দেখা দেয়।


শারীরিক নানা পরীক্ষা-নিরীক্ষা শেষে কুড়িগ্রাম সদর হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ ডা. মো. হেলাল মিয়া এবং রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন এবং হৃদরোগ বিশেষজ্ঞ ডা. আশরাফুল ইসলাম জানালেন রেজার দু’টি ভাল্ব প্রায় নষ্টের উপক্রম। এমন সংবাদে যেন আকাশ ভেঙ্গে পড়েছে পিতা আরমান আলীর মাথায়।


সাধ্যানুযায়ী প্রাথমিক চিকিৎসা করলেও ভাল্ব দু’টি অপারেশনের পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা। এতে খরচ হবে প্রায় ৪ লাখ টাকারও বেশি। অভাবের সংসারে কিভাবে এতো টাকা জোগাড় করবেন আরমান আলী? এ চিন্তা মাথায় নিয়ে বিত্তবানদের দ্বারে দ্বারে সাহায্যের হাত পেতেছেন তিনি। কিন্তু আশানুরূপ কোনো ফল পাননি। তাই সমাজের বিত্তবান এবং দানশীল ব্যক্তিদের আর্থিক সাহায্য ও সার্বিক সহযোগিতা কামনা করছেন দরিদ্র পিতা আরমান আলী।


অসুস্থ রেজাকে সাহায্য পাঠানোর ঠিকানা : পিতা: মো. আরমান আলী, গ্রাম: চৌধুরী পাড়া, ওয়ার্ড নং- ০৩, কুড়িগ্রাম পৌরসভা, কুড়িগ্রাম, মোবাইল (বিকাশ) : ০১৮২২-১৩০৬২০, অথবা জনতা ব্যাংক কুড়িগ্রাম শাখার হিসাব নং-০১০০১৩২৩৫৫১৭১।


বিবার্তা/সৌরভ/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com