শিরোনাম
গাইবান্ধায় মেয়রের বিরুদ্ধে 'অপপ্রচারে'র প্রতিবাদে মানববন্ধন
প্রকাশ : ২৪ মে ২০১৮, ০৩:০৭
গাইবান্ধায় মেয়রের বিরুদ্ধে 'অপপ্রচারে'র প্রতিবাদে মানববন্ধন
গাইবান্ধা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

গাইবান্ধা পৌরসভার মেয়র অ্যাডভোকেট শাহ মাসুদ জাহাঙ্গীর কবীর মিলনের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক অপপ্রচার কার হচ্ছে অভিযোগ এনে প্রতিবাদ জানিয়ে মানববন্ধন করা হয়েছে। বুধবার দুপুরে শহরের ডিবি রোডের ১নং ট্রাফিক মোড়ে সম্মিলিত নাগরিক সমাজ এই কর্মসূচির আয়োজন করে।


মানববন্ধন শেষে জেলা প্রশাসক কার্যালয়ে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি দেয়া হয়।


মানববন্ধনে বক্তব্য দেন সম্মিলিত নাগরিক সমাজের আহবায়ক অ্যাডভোকেট শামছুল আলম প্রধান, সদস্য সচিব আলমগীর কবির বাদল, সদস্য আবু জাফর সাবু, জিএম চৌধুরী মিঠু ও আরিফুল ইসলাম বাবু।


বক্তারা বলেন, গাইবান্ধা পৌর মেয়র বাংলাদেশের গণপরিষদের প্রথম স্পিকার শাহ আব্দুল হামিদের নাতি। তার বাবা মরহুম শাহ জাহাঙ্গীর কবীর গাইবান্ধা গোবিন্দগঞ্জের এমপি ছিলেন। জেলার ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গনেও তিনি সমাদৃত। সর্বোপরি গাইবান্ধা শহর ও জেলার সর্বস্তরে তিনি ও তার পরিবারের সুনাম ও সামাজিক মর্যাদা রয়েছে। তাকে হেয় করতেই কোনো একটি কুচক্রী মহলের প্ররোচনায় একটি দৈনিক পত্রিকায় তাকে জড়িয়ে উদ্দেশ্যপ্রণোদিত প্রতিবেদন প্রকাশ করা হয়েছে।


বিবার্তা/তোফায়েল/কামরুল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com