শিরোনাম
সখীপুরে ৭৭টি মোটরসাইকেল আটক
প্রকাশ : ২৩ মে ২০১৮, ০৩:৫১
সখীপুরে ৭৭টি মোটরসাইকেল আটক
টাঙ্গাইল প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

টাঙ্গাইল জেলা ট্রাফিক পুলিশ সখীপুর উপজেলার বিভিন্ন সড়কে বিশেষ অভিযান চালিয়ে ৭৭টি মোটরসাইকেল জব্দ করেছে। এ সময় প্রয়োজনীয় কাগজপত্র, ড্রাইভিং লাইসেন্স, হেলমেট না পড়া সহ নানা অপরাধে ওই ৭৭টি মোটরসাইকেল চালকদের নামে মামলা করেছে টাঙ্গাইল ট্রাফিক পুলিশ।


মঙ্গলবার সকাল থেকে বিকেল ২টা পর্যন্ত উপজেলার বিভিন্ন সড়কে এ অভিযান চালানো হয়।


আটককৃত মোটরসাইকেল চালকদের সাথে কথা বলে ও সরেজমিনে দেখা যায় মোটরসাইকেল চালককে থামিয়ে মোটরসাইকেলের প্রয়োজনীয় কাগজপত্র চান ট্রাফিক পুলিশ। এ সময় চালকদের অনেকেই মোটরসাইকেলের কাগজ, ড্রাইভিং লাইসেন্সসহ প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে ব্যর্থ হয়। পরে কাগজপত্র দেখাতে ব্যর্থ মর্মে একটি ট্রাফিক রশিদ (কাগজপত্র প্রদর্শনে ব্যর্থ) দিয়ে মোটরসাইকেলটি সখীপুর থানা পুলিশ লাইনে আটক রাখা হয়।


টাঙ্গাইল জেলা ট্রাফিক পুলিশ সূত্র জানায়, মঙ্গলবার সকালে জেলা ট্রাফিক পুলিশের চারজন ইন্সপেক্টর (টিআই) এর নেতৃত্বে ট্রাফিক পুলিশের বিশেষ টিম সখীপুর উপজেলার বিভিন্ন সড়কে এ অভিযান পরিচালনা করেন। আটককৃত মোটরসাইকেলগুলো সখীপুর থানা পুলিশ লাইনে রাখা হয়েছে।


এ প্রসঙ্গে জেলা ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর (প্রশাসন) রফিকুল ইসলাম সরকার বলেন, জেলা পুলিশ সুপারের নির্দেশক্রমে অভিযান চালানো হয়। এ সময় হেলমেট, ড্রাইভিং লাইসেন্স ও প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় মোটরসাইকেল চালকদের নামে মামলা দেয়া হয়েছে। মামলার তারিখ অনুযায়ী মোটরসাইকেল চালকদের টাঙ্গাইল ট্রাফিক কার্যালয়ে হাজির হয়ে তাদের অপরাধ অনুযায়ী নির্দিষ্ট পরিমাণ অর্থ জরিমানা জমা দিতে হবে।


বিবার্তা/তোফাজ্জল/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com