শিরোনাম
নাটোরে আব্দুল কুদ্দুস এমপিকে গণসংবর্ধনা
প্রকাশ : ২০ মে ২০১৮, ২১:৩৫
নাটোরে আব্দুল কুদ্দুস এমপিকে গণসংবর্ধনা
নাটোর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বাংলাদেশ আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য ও নাটোর জেলা আওয়ামী লীগের সভাপতি, নাটোর ৪ আসন থেকে পাঁচ বার নির্বাচিত সংসদ সদস্য, সাবেক সফল প্রতিমন্ত্রী ও মুক্তিযোদ্ধা অধ্যাপক আব্দুল কুদ্দুসকে গণসংবর্ধনা দিয়েছে তার নির্বাচনী এলাকার জনগণ।


মহান মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ বিবার্তা গুণীজন সন্মাননা-২০১৮ অনুষ্ঠানে স্বর্ণপদক অর্জন করায়, স্বচ্ছতা ও জবাবদিহিতায় সমগ্র বাংলাদেশের মধ্যে আমারএমপি ডটকম এর জরিপে শীর্ষ সাংসদের মধ্যে ‘সেরা-৫ এমপি অ্যাওয়ার্ড’ অর্জন এবং নির্বাচনী এলাকা ৬১-নাটোর-৪ গুরুদাসপুর ও বড়াইগ্রাম এই দুই উপজেলাকে উন্নয়নের মহাসড়কে দুর্বারগতিতে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তাঁকে এ বিশাল গণসংবর্ধনা দেয়া হয়েছে।



রবিবার বিকেল ৩টায় নাটোরে গুরুদাসপুর উপজেলার চাপিলা ইউনিয়নে পৃথক দুটি পাকা রাস্তা উদ্বোধন করেন তিনি।


এ সময় রাস্তা উদ্বোধন শেষে চাপিলা উচ্চ বিদ্যালয় মাঠে জেলা আওয়ামী লীগের সদস্য ও সাবেক ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল করিমের সভাপতিত্বে এবং স্থানীয় ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলাল উদ্দীন ভুট্টোর সঞ্চালনায় গণসংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন বড়াইগ্রাম উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল জলিল প্রামানিক, গুরুদাসপুর পৌর আওয়ামী লীগের সভাপতি জাহিদুর রহমান জাহিদ, বাংলাদেশ যুব-মহিলা লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের অন্যতম সহ-সভাপতি এ্যাডভোকেট কোহেলী কুদ্দুস মুক্তি, নগর ইউপি চেয়ারম্যান নিলুফার ইয়াসমিন ডালো, বড়াইগ্রাম ইউপি চেয়ারম্যান মমিন, চান্দাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিসুর রহমান খিচু, গোপালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম খান, বড়াইগ্রামের জোনাইল ইউপি চেয়ারম্যান তোজাম্মল হোসেন তোজাম সহ প্রমুখ।



এরপরে সংবর্ধনা অনুষ্ঠান শেষে ১৮০টি পরিবারের মধ্য নতুন বিদ্যুৎ সংযোগের উদ্বোধন শেষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।


বিবার্তা/সাকলাইন/সোহান

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com