শিরোনাম
সরকার দেশকে আলোকিত করছে : হাবিব
প্রকাশ : ১৯ মে ২০১৮, ১৯:৩৫
সরকার দেশকে আলোকিত করছে : হাবিব
ধুনট (বগুড়া) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বগুড়া-৫ আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা হাবিবর রহমান বলেছেন, সরকার দেশকে আলোকিত করার কাজ করছে। দেশের মানুষের আত্ম-সামাজিক মর্যদা বৃদ্ধি, সার্বজনীন উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়ন করা হয়েছে। একারণে নিন্ম আয়ের বাংলাদেশ এখন উন্নয়নশীল দেশের তালিকায় স্থান পেয়েছে। বিশ্বব্যাপী বাংলাদেশ এখন আলোকিত এক দেশের নাম।


শনিবার বিকেলে বগুড়ার ধুনট উপজেলার পূর্ব গুয়াডহরী, শিমুলবাড়ী ও সহড়াবাড়ী গ্রামে ৪২২টি পরিবারে বিদ্যুৎ সরবরাহের উদ্বোধন উপলক্ষে আয়োজিত এক জনসভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


পূর্ব গুয়াডহরী সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে বিদ্যুৎ সরবরাহ উপলক্ষে গোসাইবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগ এক জনসভার আয়োজন করে। ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লুৎফর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য হাবিবর রহমান।



সভায় আরো বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হাই খোকন, যুগ্ম সম্পাদক মহসিন আলম, সাধারণ সম্পাদক হেদায়েতুল ইসলাম গামা, উপজেলা ছাত্রলীগের সভাপতি জাকারিয়া খান্দকার, সাধারণ সম্পাদক আবু সালেহ স্বপন ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল হান্নান নান্টু।


উল্লেখ্য, ৮২ লাখ ৮০ হাজার টাকা ব্যয়ে ৫.৫২ কিলোমিটার বিদ্যুৎ লাইন নির্মাণ করা হয়েছে।


বিবার্তা/ফরহাদ/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com