শিরোনাম
খোয়াই নদীর পানি বিপদসীমার ২০০ সেমি ওপরে
প্রকাশ : ১৯ মে ২০১৮, ১০:০৩
খোয়াই নদীর পানি বিপদসীমার ২০০ সেমি ওপরে
হবিগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

হবিগঞ্জ শহর ঘেঁষে বয়ে যাওয়া খোয়াই নদীর পানি বিপদসীমার ২০০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গত কয়েকদিন বৃষ্টিপাত না হওয়ার পরও শুক্রবার সকাল থেকে খোয়াই নদীর পানি বাড়তে থাকে। এরপর থেকে সময় যত যা‌চ্ছে পা‌নি তত বাড়‌ছে।


এতে শহরবাসীর ম‌ধ্যে দেখা দি‌য়ে‌ছে আতঙ্ক। শহরবাসীর শঙ্কা, যে কোনো সময় বাঁধ ভে‌ঙে ত‌লি‌য়ে যাবে হবিগঞ্জ শহর।


হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্র জানায়, কয়েকদিন ধরে ভারতে প্রবল বর্ষণ হচ্ছে। সেই পানি খোয়াই নদীতে নামছে। তবে এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই।


পাউবোর নির্বাহী প্রকৌশলী তাওহিদুল ইসলাম জানান, সন্ধ্যা ৭টা পর্যন্ত খোয়াই নদীর পানি বিপদসীমার ১৫০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়েছে, যা রাত সাড়ে ১০টার পর থেকে রাত ১২টা পর্যন্ত বিপদসীমার ২০০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।


তিনি আরো বলেন, জরুরি দুর্যোগ অবস্থায় প্রশাসন ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। নদীর কোনো স্থানে লিকেজ সৃষ্টি হলে তাৎক্ষণিকভাবে বালির বস্তা ফেলে তা মেরামত করা হবে।


বিবার্তা/ছনি/জাকিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com