শিরোনাম
হবিগঞ্জে মিলাদ নিয়ে সংঘর্ষ, আহত ৭০
প্রকাশ : ০২ মে ২০১৮, ২৩:০৫
হবিগঞ্জে মিলাদ নিয়ে সংঘর্ষ, আহত ৭০
হবিগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

হবিগঞ্জের নবীগঞ্জে শবে বরাতের মিলাদ পড়াকে কেন্দ্র করে দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ৭০ জন আহত হয়েছেন। গতরাতের ঘটনার পর বুধবার দুপুরে উভয় পক্ষের মধ্যে আবারো সংঘর্ষ হয়।


পুলিশ জানায়, মঙ্গলবার রাতে শবে বরাত উপলক্ষে উপজেলার কুর্শি ইউনিয়নের খনকাড়িপাড়া গ্রামের সোহান চৌধুরী মিলাদ পড়ানোর জন্য শিরনী নিয়ে মসজিদে প্রবেশ করেন। নামাজের আগে মিলাদ পড়ানোর জন্য ঈমামকে অনুরোধ করেন তিনি। এতে কয়েক জন তার প্রতিবাদ করে। নামাজের পরে মিলাদ পড়ানোর দাবি জানায় তারা। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। এ নিয়ে এশার নামাজের পর সংঘর্ষ বাধলে উভয় পক্ষের লোকেরা দেশীয় অস্ত্র রাস্তায় নেমে পড়ে। তখন অন্তত ২০ জন আহত হন।


এর জের ধরে বুধবার দুপুরে আবারো দু’পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে দফায় দফায় সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের অন্তত ৫০ জন আহত হয়। খবর পেয়ে নবীগঞ্জ থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।


আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় ১০ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। আতঙ্কে রয়েছেন গ্রামবাসী।


বিবার্তা/ছনি/কামরুল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com