শিরোনাম
উখিয়ায় তল্লাশির নামে স্থানীয়দের হয়রানির অভিযোগ
প্রকাশ : ২৫ এপ্রিল ২০১৮, ২০:২৫
উখিয়ায় তল্লাশির নামে স্থানীয়দের হয়রানির অভিযোগ
উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের নিয়ন্ত্রণে উখিয়া নিউ ফরেস্ট অফিস সংলগ্ন স্থানে বসানো হয় একটি চেকপোস্ট। এখন এই চেকপোস্টে স্থানীয় লোকজনদের যাত্রাপথে বিভিন্ন ভাবে হয়রানী করছে বলে অভিযোগ পাওয়া গেছে। অন্যদিকে রোহিঙ্গাদের কাছ থেকে টাকা নিয়ে তাদের অবাধে বিচরণের সুযোগ দেয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে।


বুধবার সকাল সাড়ে ১০টার দিকে কুতুপালং থেকে এক জানাযার নামাজ শেষে কক্সবাজার জেলা পরিষদের সদস্য ও উখিয়া বঙ্গমাতা মহিলা কলেজের অধ্যাপক হুমায়ুন কবির চৌধুরী মন্টুসহ বেশ কয়েকজন গাড়ি যোগে উখিয়ার আসার পথে নিউ ফরেষ্ট অফিস সংলগ্ন চেকপোষ্টে পৌঁছলে গাড়িটিকে গতিরোধ করে চেকপোস্টে দায়িত্বরত পুলিশ।


এ সময় তাদের জাতীয় পরিচয়পত্র দেখতে চায় পুলিশ। এরপর পুলিশের এমন হয়রানির প্রতিবাদে সড়কে যান চলাচল ১ ঘণ্টা বন্ধ ছিল। গাড়িতে থাকা জেলা পরিষদ সদস্যসহ অন্যরা কার্ড বাসায় রেখে এসেছে বলে জানালে দায়িত্বরত পুলিশ তাদের সাথে দুর্ব্যবহার করে। ফলে উভয় পক্ষের বাক-বিতণ্ডা লেগে যায়। তখন সাধারণ যাত্রী ও গাড়ি চালকরা বিক্ষুব্ধ হয়ে সড়ক অবরোধ করে এবং চেকপোস্ট ঘেরাও করে। এসময় দুই পাশে শত শত যানবাহন আটকা পড়ে।


পরবর্তীতে দীর্ঘ ১ ঘণ্টা পর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নিকারুজ্জামান চৌধুরী, রাজাপালং ইউপি চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির চৌধুরী এবং উখিয়া থানা পুলিশের উপ-পরিদর্শক মিন্টলের মধ্যস্থতায় সড়ক যোগাযোগ সচল হয়।



বিবার্তা/মানিক/সুমন

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com