শিরোনাম
সাভার ক্যান্টনমেন্টে সেনাবাহিনীর পতাকা উত্তোলন অনুষ্ঠান
প্রকাশ : ২৫ এপ্রিল ২০১৮, ১৩:১৯
সাভার ক্যান্টনমেন্টে সেনাবাহিনীর পতাকা উত্তোলন অনুষ্ঠান
সাভার প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

সাভারে সেনাবাহিনীর আধুনিকীকরণের ধারাবাহিকতায় ৯ পদাতিক ডিভিশনের অধীনস্থ ৪৫ এমএলআরএস রেজিমেন্ট আর্টিলারি ও ৪৬ ডিভিশন লোকেটিং ব্যাটারি আর্টিলারি এবং ৬ স্বতন্ত্র এডি আর্টিলারি ব্রিগেডের অধীনস্থ ৪৩ শোরাড সিসাইল রেজিমেন্ট আর্টিলারি পতাকা উত্তোলন করা হয়েছে।


আশুলিয়ার বিশমাইল এলাকায় সাভার ক্যান্টনমেন্ট বুধবার দুপুরে এ পতাকা উত্তোলন করেন সেনাবাহিনীর প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক।


অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান সকল সেনাসদস্যদের প্রশিক্ষণের মাধ্যমে সুশৃংখল দক্ষ ও যোগ্য সেনাসদস্য হিসেবে গড়ে উঠার লক্ষ্যে সদ্য প্রস্তুত থাকার নির্দেশ দেন। সেই সাথে পেশাদারিত্বের ঈপ্সিত মান অর্জন করে অভ্যন্তরীণ ও বাহ্যিক যেকোনো হুমকি মোকাবেলায় প্রস্তুত থাকার আহবান জানান।


অনুষ্ঠানে সাভারের সংসদ সদস্য ডা. এনামুর রহমান, সাভার সেনাবাহিনীর ৯ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল আকবর হোসেনসহ সেনাবাহিনীর উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


বিবার্তা/শরিফুল/জাকিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com