শিরোনাম
পাথরঘাটায় ১১ দোকান আগুনে পুড়ে ছাই
প্রকাশ : ২৫ এপ্রিল ২০১৮, ০৫:০২
পাথরঘাটায় ১১ দোকান আগুনে পুড়ে ছাই
পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বরগুনার পাথরঘাটায় আগুনে পুড়ে ছাই হয়ে গেছে ১১টি দোকান। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে পাথরঘাটা পৌর শহরের শেখ রাসেল স্কয়ার চত্বরে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ও স্থানীয় জনতা দীর্ঘ ৩ ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনলেও প্রায় ১১টি ব্যবসা প্রতিষ্ঠান সম্পূর্ণ পুড়ে যায়।


পাথরঘাটা ফায়ার সার্ভিসের ফায়ারম্যান মো. সিদ্দিকুর রহমান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিদ্যুতের শর্ট সার্কিট অথবা কয়েক ঘন্টা বিদ্যুৎ না থাকায় কয়েল অথবা মোমের মাধ্যমে আগুন লাগতে পারে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখন পর্যন্ত জানা সম্ভব হয়নি।


আগুন নিয়ন্ত্রণে নিয়োজিত থাকা রফিকুল ইসলাম কাকন, রেজাউল কবির মিরাজ, মিলন, এসমে সিকদারসহ একাধিক ব্যক্তি জানান, হঠাৎ রাত ১২টার দিকে মসজিদের মাইকে আগুন লাগার কথা শুনে ঘটনাস্থলে গিয়ে পাথরঘাটা ফায়ার সার্ভিসের কর্মীদের সহযোগিতায় প্রায় ৩ ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হলেও প্রায় ১১টি ব্যবসা প্রতিষ্ঠান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়।


তালুকদার ফার্মেসীর মালিক গিয়াস তালুকদার বলেন, আমাদের কোনো কিছুই রক্ষা করা যায়নি। আমার ঘর ও আর্থিক ক্ষতি হয়েছে।


ইটালিয়ান ফুড কর্ণারের মালিক রোকনুজ্জামান রুকু বলেন, আমার প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। আমাদের যে পরিমাণ ক্ষতি হয়েছে তা পূরণ হবার নয়।


পাথরঘাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুর ইসলাম রিপন বলেন, ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা দেয়া হবে।


বিবার্তা/শান্ত/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com