শিরোনাম
২০ বছর পর অনুষ্ঠিত হলো মৌলভীবাজার ছাত্রলীগের সম্মেলন
প্রকাশ : ২৩ এপ্রিল ২০১৮, ১৯:৩৯
২০ বছর পর অনুষ্ঠিত হলো মৌলভীবাজার ছাত্রলীগের সম্মেলন
মৌলভীবাজার প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

দীর্ঘ ২০ বছর পর অনুষ্ঠিত হলো মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সম্মেলন। সোমবার শহরের পৌর জনমিলন কেন্দ্রে এই সম্মেলন হয়।


উদ্বোধনী বক্তব্যে কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন বলেন, “বাংলাদেশ ছাত্রলীগ যেমন পড়ার টেবিলকে ভালোবাসে, তেমনি মানুষের প্রয়োজনে রাজপথে নেমে আসে। বিএনপি-জামায়াত ও ছাত্রদল-ছাত্রশিবিরকে মোকাবেলার জন্য আগামীতেও রাজপথে থাকবে ছাত্রলীগ।”


আগামী নির্বাচনে মৌলভীবাজারের চারটি আসনে দল থেকে যাকে মনোনয়ন দেয়া হবে তার পক্ষে ছাত্রলীগের সবাইকে কাজ করার আহবান জানিয়ে জাকির হোসাইন বলেন, জেলা ছাত্রলীগের নতুন নেতৃত্বে যারা আসবেন তাদের নেতৃত্বে সুসংগঠিত হয়ে চলতে হবে।



জেলা ছাত্রলীগের সভাপতি আসাদুজ্জামান রনির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইফুর রহমান রনির সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্টানে বক্তব্য দেন বস্ত্র ও পাঠ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য মির্জা আজম, মৌলভীবাজার-০৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের প্যানেল স্পিকার সৈয়দা সায়রা মহসীন, জেলা পরিষদের চেয়ারম্যন আজিজুর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি নেছার আহমদ, সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান, পৌর মেয়র ফজলুর রহমনি ও যুগ্ম সাধারণ সম্পাদক কামাল হোসেন প্রমুখ।


কয়েক দিনের মধ্যেই নতুন নেতৃত্বের নাম ঘোষণা করা হবে বলে জানিয়েছেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন।


বিবার্তা/আরিফ/কামরুল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com