শিরোনাম
ঝিনাইদহে মাদক ও বাল্যবিয়ে বন্ধে মতবিনিময় সভা
প্রকাশ : ২১ এপ্রিল ২০১৮, ১৮:৫৫
ঝিনাইদহে মাদক ও বাল্যবিয়ে বন্ধে মতবিনিময় সভা
ঝিনাইদহ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ঝিনাইদহে মাদক ও বাল্য বিবাহ বন্ধে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।


সিও ঝিনাইদহের আয়োজনে শনিবার দুপুরে সিও’র কনভেনশন সেন্টারে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।


সিও’র নির্বাহী পরিচালক শামসুল আলম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সরোজ কুমার নাথ।


এসময় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, সমাজ থেকে বাল্য বিবাহ ও যৌতুক নির্মূলে অভিভাবকদের এগিয়ে আসতে হবে। অভিভাবকরা এগিয়ে আসলে সমাজে বাল্যবিবাহ ও যৌতুক থাকবে না।


তিনি আরো বলেন, মাদকের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান একসাথে কাজ করলে তবেই সমাজ মাদকমুক্ত হবে।


উক্ত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বাকাহীদ হোসেন, সরকারি কেসি কলেজের প্রাক্তন অধ্যক্ষ শহিদুল ইসলাম, সদর উপজেলা কৃষি কর্মকর্তা ড. খান মনিরুজ্জামান।


বিবার্তা/কোরবান/সোহান

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com